দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন। তিনি মৃত্যুর আগে ডিএসসিসির মেয়রের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শক হিসেবে (চুক্তি ভিত্তিক ) দায়িত্বে ছিলেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খন্দকার মিল্লাতুল ইসলাম ইন্তেকাল করেছেন। গণমাধ্যমকে এই তথ্য জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।ছবিতে —ডিএসসিসির সাবেক অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম (সাদা ফুটহাতা সার্ট পরিহিত) নগরীতে ড্রেন পরিস্কার সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করছেন ।
তার মৃত্যূতে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকনসহ ডিএসসিসির কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে মরহুম খন্দকার মিল্লাতুল ইসলামের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তারা পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে মহান আল্লাহ্ রাব্বুল আলামীন মরহুমকে বেহেস্ত নসীব করুন এবং পরকালীন শান্তিময় জীবন দান করেন এই দোওয়া করেন ডিএসসিসির কর্মকর্তারা।।
ঢাকা সিটি করপোরেশনে একজন কর্মকর্তা ও কর্মচারী বান্ধব কর্মকর্তা ছিলেন, খন্দকার মিল্লাতুল ইসলাম । অনলাইন নিউজ পোটাল ‘দূরবীণ নিউজ টোয়েন্টিফোর ডটকম’ পরিবারের পক্ষ থেকেও মরহুম খন্দকার মিল্লাতুল ইসলামের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। # কাশেম