দূরবীণ নিউজ প্রতিবেদক :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ও.এম.এস. ডিলার মোঃ মশিউর রহমানের বিরুদ্ধে সরকারের ৭১০ কেজি চাল আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৩ এপ্রিল ) বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বাদী হয়ে বগুড়ার সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলা দায়ের করেন। গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
তিনি জানান মামলায় উল্লেখিত আসামি ডিলার মোঃ মশিউর রহমান জালিয়াতির মাধ্যমে মোট ৫৩৮ জন ভোক্তার মধ্যে ১৭ জন ভোক্তার নাম ২-৩ বার এন্ট্রি করেছেন। এমনকি আসামি তার রেজিস্টারে ১৪০ কেজি চাল হিসাবভুক্ত করেননি। সবমিলিয়ে তিনি সরকারের মোট ৭১০ কেজি চাল আত্মসাৎ করেন।
আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ৪২০ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান শুরু করা হয়েছে।
এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, “কমিশন এ বিষয়ে আগেই সবাইকে সতর্ক করেছে। তারপরও যে বা যারা সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ও ত্রাণসামগ্রী আত্মসাৎ করবেন তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। বগুড়ায় শুরু হলো।
যেখানেই অভিযোগ পাওয়া যাবে, সেখানেই আইনী ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।এক্ষেত্রে দুদক শূন্য সহিষ্ণুতার নীতি অনুসরণ করবে। এই দুর্যোগকালীন পরিস্থিতিতে তিনি দায়িত্বরত সকলকে সততার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য পূণরায় আহবান জানান। # কাশেম