দূরবীণ নিউজ প্রতিবেদক :
অস্বাভাবিক গতিতে বাংলাদেশেও করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। সারাদেশের এখন প্রায় ৩৬টি জেলার মানুষ আক্রান্ত। আক্রান্তের সংখ্যা আর শনাক্তে রোজই শীর্ষে থাকছে ঢাকা।
রাজশাহীর পুঠিয়ায় সোমবার (১৩ এপিল ) প্রথম একজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সর্বমোট সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় শনাক্ত করা হয়েছে আরো ১৮২ করোনা আক্রান্ত রোগী।
সোমবার আর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) দেয়া সোমবারের তথ্য মতে ৮টি বিভাগের মধ্যে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত শনাক্ত করা হয়েছে ঢাকায়।
ঢাকায় এখন পর্যন্ত সর্বমোট ৩১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর নারায়ণগঞ্জে আক্রান্ত ১০৭ জন। এই কয়েকদিনের ব্যবধানেই কোভিড-১৯ আক্রান্ত রোগী ছড়িয়ে পড়েছে ঢাকার ৭৬টি এলাকায়।
ঢাকায় করোনা শনাক্ত হওয়া এলাকাগুলো ও আক্রান্তের সংখ্যা হলো- আদাবর (১), আগারগাও (২), আশকোনা (১), আজিমপুর (২), বাবুবাজার (৩), বাড্ডা (৪), বেইলি রোড (৩), বনানী (৭), বংশাল (৭), বাসাবো (১২), বসুন্ধরা (৪), বেগুনবাড়ি (১), বেড়িবাধ (১), বসিলা (১),
বুয়েট এলাকা (১), সেন্ট্রাল রোড (১), চকবাজার (৪), ঢাকেশ্বরী (১), ধানমন্ডি (১৪), ধোলাইখাল (১), দয়াগঞ্জ (১), ইস্কাটন (১), ফার্মগেট (১), গেন্ডারিয়া (৩), গ্রীন রোড (৫), গুলিস্তান (২), গুলশান (৪), হাতিরঝিল (১), হাতিরপুল (২), হাজারীবাগ (৮), ইসলামপুর (২), জেলগেট (২),
যাত্রাবাড়ি (১১), ঝিগাতলা (৩), কামরাঙ্গির চর (১), কাজী পাড়া (১) , কদমতলী (১), কোতোয়ালি (২), লালবাগ (১৩), লক্ষ্মী বাজার (২), মালিবাগ (২), মানিকদি (১), মীর হাজারীবাগ (২), মিরপুর-১ (৫), মিরপুর -৬ (২), মিরপুর -১০ (৫), মিরপুর-১১ (১০), মিরপুর -১২ (৮),
মিরপুর -১৩ (২), মিডফোর্ট (১), মগবাজার (৪), মহাখালী (৭), মোহাম্মদপুর (১২), মুগদা (১), নারিন্দা (২), নবাবপুর (১), নিকুঞ্জ (১), পীরবাগ (২), পুরানা পল্টন (২), রাজারবাগ (২), রামপুরা (১), রায়ের বাজার (১), সায়েদাবাদ (১), শাহআলী বাগ (২), শাহবাগ (২), শান্তিনগর (৫), সোয়ারি ঘাট (৩), সিদ্ধেশ্বরী (১), শনির আখড়া (১), তেজগাঁও (৩), টোলারবাগ (১৯), সূত্রাপুর (২), উর্দু রোড (১), উত্তরা (১৭), ওয়ারী (১৬)।
ঢাকার বাইরের জেলা হিসেবে নারায়ণগঞ্জে ১০৭, গাজীপুরে ২৩, কিশোরগঞ্জে ১০, মাদারীপুরে ১৯, মানিকগঞ্জে ৫, মুন্সীগঞ্জে ১৪, নরসিংদীতে ৪, রাজবাড়ীতে ৬, টাঙ্গাইলে ২, গোপালগঞ্জে ৩, চট্রগ্রামে ১২,
কুমিল্লায় ৯, ব্রাহ্মণবাড়িয়ায় ৬, চাঁদপুরে ৬, রংপুরে ২, গাইবান্ধায় ৬, নীলফামারীতে ৩, ঠাকুরগাঁওয়ে ৩, ময়মনসিংহে ৫, জামালপুরে ৬, শেরপুরে ২, বরগুনায় ৩, ঝালকাঠিতে ৩, ঢাকার পার্শ্ববর্তী এলাকায় ২২ জন আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
এছাড়াও কেরানীগঞ্জ, শরীয়তপুর, কক্সবাজার, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, লালমনিরহাট, চুয়াডাঙ্গা, নেত্রকোনা, পুঠিয়া ও পটুয়াখালীতে একজন করে রোগীর খোঁজ জানা গেছে।
এখন পর্যন্ত মোট ৩৯ জন মারা গেলেও সুস্থ হয়েছে ৪২ জন রোগী। আজকের স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে। তাই তিনি সকলকে বাড়িতে অবস্থানের জন্য অনুরোধ করেছেন তিনি।
আইসিডিআরের তথ্য মতে ১২ ই এপ্রিল ২০২০ সকাল ০৮ টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা।
টোলারবাগ = ১৯ জন , মিরপুর ০১ = ০৫ জন, মিরপুর ৬ = ০২ জন , মিরপুর ১৩ = ০২ জন , মিরপুর ১০ = ০৪ জন , মিরপুর ১১ = ১০ জন , শাহ আলী বাগ = ০২ জন, পীরেরবাগ = ০২ জন, মিরপুর ১২ = ০৮ জন ,
উত্তরা = ১৭ জন, ধানমন্ডি = ১৪ জন , ওয়ারী = ১৬ জন , বাসাবো = ১২ জন, যাত্রাবাড়ি = ১১ জন , লালবাগ = ১১ জন ,
বনানী =০৭ জন , বংশাল = ০৭ জন , গ্রিনরোড = ০৫ জন, গুলশান = ০৪ জন , , মোহাম্মদপুর = ১০ জন , হাজারীবাগ = ০৮ জন , বাড্ডা = ০৪ জন , বেইলি রোড = ০৩ জন , চকবাজার = ০৪ জন, জিগা তলা = ০৩ জন,,
মহাখালী = ০৩ জন , সোয়ারী ঘাট = ০৩ জন , আজিমপুর = ০২ জন,, বাবু বাজার = ০৩ জন , তেজগাঁও = ০৩ জন, গেন্ডারিয়া = ০৩ জন , গুলিস্তান = ০২ জন ,
ইসলামপুর = ০২ জন, জেলগেট = ০২ জন, হাতিরপুল = ০২ জন, কোতোয়ালি = ০২ জন , মালিবাগ = ০২ জন , লক্ষ্মীবাজার = ০২ জন,
মিরহাজিরবাগ = ০২ জন , মগবাজার = ০৪ জন , পুরানা পল্টন = ০২ জন, রাজারবাগ = ০২ জন,
শাহবাগ = ০২ জন , শান্তি নগর = ০৫ জন , উর্দু রোড = ০১ জন, শনির আখরা = ০১ জন, সায়দাবাদ = ০১ জন, রামপুরা = ০১ জন,
নিকুঞ্জ = ০১ জন,,
নারিন্দা = ০১ জন , মুগ্ধা = ০১ জন, মিটফোর্ড = ০১ জন, মানিক্দি = ০১ জন, কদম তলি = ০১ জন, কাজি পাড়া = ০১ জন, হাতিরঝিল = ০১ জন, কামরাংগিরচর = ০১ জন ,,
ইস্কাটন = ০১ জন, সিদ্বেশ্বরী = ০১ জন , দয়াগন্জ = ০১ জন , ধোলাইখাল = ০১ জন , সেন্ট্রাল রোড = ০১ জন, বুয়েট এরিয়া = ০১ জন,
বশিলা = ০১ জন , বেরি বাধ = ০১ জন , বেগুনি বাড়ি = ০১ জন, আসকোনা = ০১ জন, আদাবর = ০১ জন
নারায়ণগঞ্জ = ১০৭ জন,
মাদারীপুর = ১৯ জন,
গাজীপুর = ২৩ জন
মুন্সিগন্জ = ১১ জন
কিশোরগঞ্জ = ১০ জন
মানিকগঞ্জ = ০৫ জন
রাজবাড়ি = ০৬ জন
নরসিংদী = ০৪ জন
টাংগাইল = ০২ জন
শরিয়তপুর =০১ জন
গোপালগঞ্জ = ০৩ জন
চট্টগ্রাম = ১২ জন
কক্সবাজার = ০১ জন
কুমিল্লা = ০৯ জন
বি বাড়িয়া = ০৬ জন
চাঁদপুর = ০৬ জন
লক্ষ্মীপুর = ০১ জন
সিলেট = ০১ জন
মৌলভীবাজার = ০১ জন
হবিগঞ্জ = ০১ জন
রংপুর = ০২ জন
গাইবান্ধা = ০৬ জন
নিলফামারী = ০২ জন
ঠাকুরগাঁও = ০৩ জন
চুয়াডাঙ্গা = ০১ জন
ময়মনসিংহ = ০৫ জন
জামালপুর = ০৬ জন
নেত্রকোনা = ০১ জন
শেরপুর = ০২ জন
বরগুনা = ০৩ জন
পটুয়াখালী = ০১ জন
ঝালকাঠি = ০৩ জন । # আইইডিসিআর
?
1