দূরবীণ নিউজ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন । সোমবার (১৩ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ধ্যা সাড়ে ৭টার ভাষণ সকল সরকারি-বেসরকারি টেলিভিশন ও রেডিও এই ভাষণ সম্প্রচার করবে।
এর আগে দেশের বর্তমান করোনা পরিস্থিতি এবং এর প্রাদুর্ভাবের বিষয়টি মাথায় রেখে ১৪ এপ্রিল মঙ্গলবার পয়লা বৈশাখ তথা বাংলা নববর্ষ উদ্যাপনে জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বর্তমানে দেশের অর্ধেকেরও বেশি এলাকা এখন করোনাভাইরাসে আক্রান্ত ।
রবিবার করোনা পরিস্থিতি নিয়ে খুলনা ও বরিশাল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, বাংলা নববর্ষে বাইরে কোনো অনুষ্ঠান করা যাবে না। সব অনুষ্ঠান বন্ধ করতে হবে। লোক সমাগম করা যাবে না। তবে ডিজিটাল মাধ্যমে বা নিজেরা পরিবার-পরিজন নিয়ে করতে পারেন।
শেখ হাসিনা সতর্ক করে বলেন, করোনা এখন অনেক জেলায় সংক্রমিত হয়েছে। তাই জনসমাগমের বিষয়ে সতর্ক থাকতে হবে।
মোট ৬৪ জেলার মধ্যে রবিবার পর্যন্ত ৩৮ জেলায় রোগী পাওয়া গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও চার জেলা। # কাশেম