দূরবীণ নিউজ ডেস্ক :
বিশ্বে হুহু করে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা । বৃহস্পতিবার (৯ এপ্রিল ) দুপুর ১ টা পর্যন্ত বিশ্বের দুইশতাধিক দেশ ও অঞ্চলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৮৮ হাজার ৫৫০ জন। মোট আক্রান্ত ১৫ লাখ ১৯ হাজার ৫৭১ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩ লাখ ৩১ হাজার ১৪ জন। মারাত্নক আক্রান্ত ৪৮ হাজার ১৬৬ জন। খবর কোভিড-১৯ নামে করোনা ভাইরাসটের প্রকাশিত তথ্য মতে।
করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় ইতালি সবার ওপরে। এ দেশে মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৬৬৯ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৪২২ জন। আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৪৯১ জন।
ইতালির সাথে পাল্লা দিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে স্পেনে। এ দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৯২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ২২০ জন।
ইউরোপের আরেক দেশ ফ্রান্সেও করোনার আঘাতে বেড়ে চলেছে লাশের মিছিল। এ দেশে মোট মুত্যু হয়েছে ১০ হাজার ৮৬৯ জনের। মোট আক্রান্ত ১ লাখ ১২ হাজার ৯৫০ জন।
যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৭ জনের। এ দেশে মোট আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৭৩৩ জন। সুস্থ হয়েছেন মাত্র ১৩৫ জন।
সর্বশেষ তথ্যমতে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৯৭ জনের। করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৫ হাজার ১৬০ জন। করোনাভাইরাসে আক্রান্তের দিক দিয়ে যেটা সর্বাধিক। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ২২ হাজার ৮৯১ জন।
করোভাইরাসের উৎপত্তিস্থল চীনে মোট আক্রান্ত ৮১ হাজার ৮৬৫ জন। মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৩৫ জনের।
মুসলিমবিশ্বের মধ্যে ইরানে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৯৩ জন। মোট আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৫৮৬ জন। # কাশেম