সর্বশেষঃ
কিডনী ও অঙ্গ বিক্রিসহ নানা প্রতারণার অভিযোগে মিল্টন সমাদ্দার গ্রেপ্তার  ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করেছেনঃ মেয়র তাপস  বিএনপির হাতে শ্রমিকের রক্তের দাগ : ওবায়দুল কাদের মাদারীপুরে মে দিবসে শ্রমিক কল্যাণ সংস্থার নানা কর্মসূচি মে দিবসে তীব্র তাপদাহ, লাগামহীন দ্রব্য মূল্য শ্রমিকরা অতিষ্ঠ শ্যামা কাব্য সিনেমার মহরত অনুষ্ঠানে স্পিকার পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‌্যালি  প্রধানমন্ত্রীর  থাইল্যান্ড সফর নিয়ে প্রেস ব্রিফিং বৃহস্পতিবার রাজধানীর ফুটপাত অবৈধভাবে দখল ও বিক্রি, জড়িতদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন

ঢাকার উপকন্ঠে কেরানীগঞ্জে এক হাজার বাড়ি লকডাউন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকার উপকন্ঠে কেরানীগঞ্জের জিনজিরা চর রঘুনাথপুর, জিনজিরাবাগ ও শুভাঢ্যা পূর্বপাড়া হিজলতলন্ঠে এলাকায় প্রায় এক হাজার বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। কারণ ওই এলাকায় ৩ জন করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত শনিবার কেরানীগঞ্জের জিনজিরা চর রঘুনাথপুর এলাকার এক ব্যক্তি এবং গতকাল রোববার জিনজিরাবাগ এলাকার এক ব্যক্তির রক্তের নমুনা পরীক্ষার জন্য রাজধানীর শিশু হাসপাতালে পাঠানো হয়। সোমবার পরীক্ষার ফল পজিটিভ পাওয়া গেছে।

এ ছাড়া কেরানীগঞ্জের শুভাঢ্যা পূর্বপাড়া হিজলতলা এলাকার এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত শনিবার তাঁর শরীরের রক্তের নমুনা পরীক্ষা করা হয়। সোমবার তাঁর পরীক্ষায় ফলও পজিটিভ আসে। দুপুরেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসার জন্য রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে আজ বিকেলে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তারা উপজেলা প্রশাসনের সহায়তায় অপর দুই ব্যক্তিকে রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠিয়েছেন।

এ ঘটনায় উপজেলা প্রশাসন কেরানীগঞ্জের জিনজিরা চর রঘুনাথপুর, জিনজিরাবাগ ও শুভাঢ্যা পূর্বপাড়া হিজলতলা এলাকার করোনায় আক্রান্ত ব্যক্তিদের বাসায় তালা ঝুলিয়ে দিয়েছে এবং লাল পতাকা টানিয়ে দিয়েছে। পাশাপাশি এই তিনটি এলাকার প্রায় এক হাজার বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর মোবারক হোসেন বলেন, এই তিন ব্যক্তির সংস্পর্শে আসা সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হবে।

কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি (কেরানীগঞ্জ সার্কেল) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল গণমাধ্যমকে বলেন, করোনাভাইরাস বিস্তার রোধে এই তিন এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

এসব এলাকার কারও খাদ্যসামগ্রী ও ওষুধ প্রয়োজন হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের বাড়িতে তা পৌঁছে দেওয়া হবে। তবে কেউ বাড়ির বাইরে যেতে পারবে না। এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘কেরানীগঞ্জের জিনজিরা, জিনজিরাবাগ ও হিজলতলায় এলাকার প্রতিটি প্রবেশমুখে পুলিশের পাহারা থাকবে। এই এলাকার নিরাপত্তা বিষয়ে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া ‍লকডাউনে থাকা এলাকাবাসীর খাদ্যসামগ্রী ও অন্যান্য সমস্যায় আমাদের জানালে আমরা ব্যবস্থা নেব।’ # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:৩১ অপরাহ্ণ
  • ৭:৫০ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12