দূরবীণ নিউজ ডেস্ক :
ফ্রান্সের তিন চিকিৎসক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ফ্রান্স ন্যাশনাল হেলথ এজেন্সি সোমবার এক বিবৃতিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। ওই তিন চিকিৎসকের সবাই ছিলেন উত্তর-পূর্ব ফ্রান্সের গ্র্যান্ড এস্ট অঞ্চলের। খবর আনাদোলুর।
তাদের সবার বয়স ৬০-এর ওপর। এদের মধ্যে একজনের বয়স ৬০, আরেকজনের ৬৬ এবং অন্য চিকিৎসকের বয়স ছিল ৬৮ বছর।
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ১৮৬ জনের মৃত্যু হয়েছে। এটি দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮৬০ জনে।
কারোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৩৮ জনসহ দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৮৫৬ জন। এর মধ্যে মাত্র ২ হাজার ২০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
প্যারিস পাবলিক হাসপাতালের এক মুখপাত্র জানান, সব মিলিয়ে প্যারিস অঞ্চলে ৪৯৯ মেডিকেল কর্মী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
তাদের মধ্যে ৩২ শতাংশ চিকিৎসক এবং ১৫ শতাংশ নার্স। এ ছাড়া রোগীদের মধ্যে তিনজনকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যায়। # কাশেম