আবুল কাশেম , দূরবীণ নিউজ:
করোনা ভাইরার্স প্রতিরোধে রাজধানী ঢাকাসহ সারাদেশের মানুষকে অধিকতর সতর্ক করার পাশাপাশি বার বার সাবান দিয়ে হাত ধোওয়া এবং স্যানিটেশন হ্যান্ড ওয়াশ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে।
সরকারের পাশাপাশি ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের পক্ষে থেকেও নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
নগরীর বিভিন্ন এলাকায় এবং সরকারি অফিসে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে পথচারীরাও চলার পথে সাবান দিয়ে স্ব উদ্যোগে হাত ধোয়ার সুযোগটুকু কাজে লাগাচ্ছেন।
এদিকে সোমবার ( ২৩ মার্চ ) দুপুরে সরেজমিন খোজঁ নিয়ে দেখা যায়, ঢাকা উত্তর সিটির অঞ্চল-৫ কাওরান বাজারের আঞ্চলিক অফিসের সামনে এবং অফিসের ভেতরে আগত লোকজনের সাবান দিয়ে হাত ধোয়ার কোনো ব্যবস্থা করেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কাওরান বাজরের মতো জনবহুল একটি সরকারি অফিসের সামনে কিংবা অফিসের ভেতরে ঢুকওে সাবান দিয়ে হাত ধোওয়া কিংবা হ্যান্ড স্যানিটেশন উপকরন ব্যবহারের আয়োজনটা পর্যন্ত রাখা হয়নি। বাহির থেকে ওই অফিসের ভেতরে লোকজন সরাসরি ঢুকছেন আর বের হচ্ছেন। দেখার যেন কেউ নেই।
এই বিষয়টি নিয়ে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলতে গেলে জানানো হয় স্যার অফিসে নেই। তিনি দুপুর পর্যন্ত অফিসে আসেননি। তার নির্দেশ ছাড়া তো এই অফিসের সামনে কিংবা অফিসের ভেতরে সাবান দিয়ে হাত ধোয়ার উদ্যোগ অন্য কেউ নিতে পারেন না।
সরেজমিন আরো দেখা যায়, ব্যক্তিগত ভাবে দুই একজন কর্মকর্তা -কর্মচারী নিজেরা হ্যান্ড ওয়াশ ব্যবহার করছেন। এখন প্রশ্ন দাঁড়িয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন করোনা ভাইরাস এবং এডিস মশার লার্ভা পেলে মোবাইল কোর্টের মাধ্যমে নগরবাসীকে জেল জরিমানা করেন। এখন কাওরান বাজার অফিসের এই অব্যবস্থাপনার জন্য কর্তৃপক্ষ কার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।নগরবাসীকে সচেতন করারর জন্য এই বিজ্ঞপানটি বেশ সহায়ক হচ্ছে
যে মুহুর্তে করোনা ভাইরার্স প্রতিরোধে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী পরিষদের সদস্য, সরকারি কর্মকর্তা- কর্মচরাী এবং ঢাকা উতর সিটির নির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত ময়র মো. জামাল মোস্তফাসহ কর্মকর্তা- কর্মচরাীরা আপ্রণ চেষ্টা করছেন। একই সাথে ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এবং তার কর্মকর্তারাও চেষ্টা করছেন এটা সত্য। আর ঠিক সেই মূহুর্তে সিটি করপোরেশনের অফিসেরই যদি এই চিত্র চোখে পড়ে। তা হলে পুরো শহর তারা কিভাবে করোনা ভাইরার্স প্রতিরোধের কর্মসূচি বাস্তবায়ন করবেন। #