দূরবীণ নিউজ প্রতিবেদক :
র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এবার রাজধানীর শ্যামবাজারের পাইকারি আড়তে অতিরিক্ত দামে পেঁয়াজ, রসুন, আদা ও আলু বিক্রি করায় ২১ আড়তকে ৪০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে।
রোববার (২২ মার্চ ) র্যাবের ভ্রাম্যমাণ আদালত সরাসরি রাজধানীর শ্যামবাজারের পাইকারি আড়তে হাজির হয়।র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহারিয়ার জিয়াউর রহমানের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
জানা যায়, করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে বড় আতঙ্ক তৈরি করেছেন অসাধু ব্যবসায়ীরা। নিত্যপ্রয়োজনীয় পণ্য আদা, রসুন, পেঁয়াজ ও চালের দাম রাতারাতি বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় ভোক্তার অধিকার সংরক্ষণে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্যামবাজারে অভিযান চালায় র্যাব-১০।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম গণমাধ্যমকে বলেন, করোনায় এমনিতেই আতঙ্কিত ক্রেতাসাধারণ। তার মধ্যে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্যে পেঁয়াজ, রসুন, আলু ও আদা বিক্রি করছেন। ক্রেতাদের স্বস্তি দিতে রোববার দিনব্যাপী শ্যামবাজারে পাইকারি আড়তে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২১টি আড়তকে নগদ ৪০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া মেসার্স মকছিদ ট্রেডিং নামে একটি আড়ত সিলগালা করা হয়।
অভিযানে মেসার্স নিউ বাণিজ্যালয়কে ৫ লাখ টাকা, মেসার্স বাণিজ্যালয়কে ২ লাখ, মেসার্স বাণিজ্যালয়কে ৩ লাখ, কাজী এন্টারপ্রাইজকে ২ লাখ, মেসার্স সিকদার অ্যান্ড সন্সকে এক লাখ, মেসার্স আলামিন ট্রেডার্সকে ১ লাখ, মেসার্স শ্রী রাজলক্ষ্মী ভাণ্ডারকে ২ লাখ, নিউ স্বপ্ন বাণিজ্যালয়কে ২ লাখ, মেসার্স কুদ্দুস বাণিজ্যালয়কে এক লাখ, মেসার্স মকছিদ ট্রেডিংকে ৫ লাখ, লালন সাহা ভাণ্ডারকে ১ লাখ, সেতু বাণিজ্যালয়কে ৫০ হাজার টাকা, তাজমহল বাণিজ্যালয়কে ২ লাখ, আলহাজ বাণিজ্যালয়কে ২ লাখ, মেসার্স নূর বিতানকে ২ লাখ, নগর বাণিজ্যালয়কে এক লাখ, দয়াল ভাণ্ডারকে এক লাখ, মেসার্স আমানত ভাণ্ডারকে ২ লাখ, দ্বীপ এন্টারপ্রাইজকে এক লাখ, সেবা করপোরেশনকে ২ লাখ টাকা এবং মেসার্স স্বাধীন বাণিজ্যালয়কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে দণ্ডপ্রাপ্তদের ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জে প্রেরণ করা হয়েছে। # কাশেম