দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহ সংক্রামন থেকে রেহাই পেতে বার বার হাত ধোয়ার প্রতি সর্বস্তরের মানুষকে উৎসাহিত ও সচেতন করতে কর্মসূচি নিয়েছে মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ নারায়ণগঞ্জ।
এই সংগঠনটি নারায়নগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে বিনা মূল্যে হাত ধোয়ার প্রয়োজনীয় উপকরণ প্রদান করবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়। তাদের কর্মসূচির অংশ হিসাবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের হাতে বেসিনসহ একটি পানির ট্যাংকি তুলে দেন মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ নারায়ণগঞ্জ এর নেতৃবৃন্দ।
পুলিশ সুপার কার্যালয়ে ১৮ই মার্চ বৃহস্প্রতিবার দুপুরে বেসিনসহ পানির ট্যাংকি প্রদান কালে মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ এর আহবায়ক বদরল হক বলেছেন, বিশ^ব্যাপী ভাইরাস বিশেষজ্ঞরা বলছেন অদৃশ্য এই মরন ঘাতক করোনা থেকে নিরাপদ থাকতে বারবার সাবান বা জীবানুনাশক জেল দিয়ে হাত ধৌত করা ছাড়া বিকল্প নেই।
কেননা করোনার জীবানু মানুষের হাত হয়েই নাক মুখ ও চোখ দিয়ে দেহে প্রবেশ করে ভিকটিমকে আক্রান্ত করে। সুতরাং চীন, ইটালী, ইরান কিংবা স্পেনের মতো করোনা যাতে মহামারির আকার ধারণ করতে না পারে সে জন্য সতর্কতা ও সাবধানতার পাশাপাশি এই প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহ সংক্রামন মোকাবেলায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পুলিশ সুপার জায়েদুল আলম এই মহতি উদ্যোগের জন্য মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ নারায়ণগঞ্জ এর এই কমসূচির প্রসংশা করেন এবং পরবর্তী সময়ে মাদক প্রতিরোধে সহযোগিতা ও একসাথে কাজ করার আশ্বাস দেন। এবং পুলিশ সুপার নিজের হাত ধৌত করার মাধ্যমে এই কার্যক্রমের অনানুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ এর অবিভাবক সদস্য বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মহি, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, পাঠানটুলি পঞ্চায়েত কমিটির নেতা নুর হোসেন, মাসদাইর পঞ্চায়েত কমিটির নেতা জাহাঙ্গীর আলম, মাদক বিরোধী যোদ্ধা সহিদুল, আবরারুল হক সিয়াম প্রমুখ । # প্রেস বিজ্ঞপ্তি ।