দূরবীণ নিউজ প্রতিবেদক :
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দুর্নীতিবিরোধী প্রামাণ্য চিত্র “দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” এর শুভ উদ্বোধন করেন দুদক দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দুর্নীতিবিরোধী প্রামাণ্য চিত্র “দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” এর শুভ উদ্বোধন করা হয়।
ওই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদক কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান, এ এফ এম আমিনুল ইসলাম, দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্তসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ১৯২০ সালের আজকের এই দিনে জাতির পিতা জন্ম গ্রহণ করেন। আজকে শতবর্ষ পূর্ণ হলো। তিনি এদেশের স্বাধীনতার মহান স্থপতি।
তিনি বলেন,‘ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে দেশে ফিরে এসে দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বিভিন্ন সভা-সমাবেশে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে যেসব বক্তব্য দিয়েছেন সেগুলো একত্রে সন্নিবেশিত করে এই শর্ট-ফিল্মটি তৈরি করা হয়েছে।
এটি দেশের সর্বত্র পৌঁছে দেওয়া হবে। বঙ্গবন্ধুর এই বক্তব্য আমাদের সকলকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে তোলবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এই ফিল্মটিকে আমরা দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করছি।
দুদক চেয়ারম্যান আরো বলেন, জাতির পিতার নেতৃত্বে প্রণীত আমাদের পবিত্র সংবিধানে বলা হয়েছে- ‘রাষ্ট্র এমন অবস্থাসৃষ্টির চেষ্টা করবে , যেখানে সাধারণ নীতি হিসেবে কোন ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করতে সমর্থ হবেন না।’ এটাই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় সর্বোচ্চ অঙ্গীকার।
কমিশনও অনুপার্জিত আয় ভোগ করা সকল পথ রুদ্ধ করতে চায়। কেউ দুর্নীতি করবেন না। দুর্নীতির পরিণতি কখনও সুখকর হবে না।# কাশেম