দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশ থেকে বিমানের সরাসরি ফ্লাইট গ্রহণ করবে সৌদি আরব। তবে বাংলাদেশ থেকে ট্রানজিট ফ্লাইট এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।
সৌদি দূতাবাসের কর্মকর্তারা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। গত ১২ মার্চ।
গত বৃহস্পতিবার সৌদির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমকে জানায়, সৌদি সরকারের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ইউরোপীয় দেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, সুদান, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, কেনিয়া, জিবুতি ও সোমালিয়া।
করোনাভাইরাসের কারণে ইউরোপিয়ান ইউনিয়নের দেশসহ ৩৯ দেশের নাগরিকদের ওপর অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাত এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি । এসব দেশের নাগরিকরা সৌদি আরবে আসতে পারবেন না।
তবে বাংলাদেশ থেকে সৌদি ভ্রমণে বা ছুটিতে আসা প্রবাসীদের কর্মস্থলে ফিরতে এখনো কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি সৌদি প্রশাসন।
সেক্ষেত্রে অন্য কোনো এয়ারলাইন্স নয়. বিমান বাংলাদেশ বা সৌদি এয়ারলাইন্সে চড়ে সৌদিতে যেতে পারবে বাংলাদেশিরা। এই দুটি ছাড়া বাংলাদেশ থেকে ভায়া ( ট্রানজিট) বিমানে সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ রয়েছে। জানা গেছে, জর্ডানের সাথেও সব ফ্লাইট বাতিল করেছে সৌদি।
এর আগে গত ৯ মার্চ ওমান, ফ্রান্স, জার্মানি, তুর্কি, স্পেন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, লেবানন, সিরিয়া, ইরাক, মিসর , ইতালি ও দক্ষিণ কোরিয়ার ওপর অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি আরব।
এসব দেশ হতে সৌদি নাগরিক, অভিবাসী এবং সেসব দেশের নাগরিক যাদের ভিসা ও ইকামার মেয়াদ রয়েছে তাদের আগামী ৭২ ঘন্টার মধ্যে সৌদিতে ফিরে আসার সুযোগ রয়েছে। সৌদিতে কাজ করা ভারত ও ফিলিপাইন এর স্বাস্থ্য কর্মীরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানানো হয়। # কাশেম