দূরবীণ নিউজ প্রতিবেদক :
কুমিল্লায় বিআরটিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি গাড়ির ইঞ্জিন ও যন্ত্রাংশ খুলে বাইরে বিক্রি করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুদকের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাফী মোঃ নাজমুস সাদাতের নেতৃত্বে বিআরটিসির অফিসে এ অভিযান পরিচালিত হয়। গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
তিনি আরো জানান, অভিযানকালে দুদক কর্মকর্তারা সরেজমিন পরিদর্শনে পরিত্যক্ত বাসসমূহের যন্ত্রাংশ যথাযথভাবে নেই মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। এ বিষয়ে উক্ত বিআরটিসি কর্তৃপক্ষের নিকট জানতে চাইলে তারা বলেন, নষ্ট গাড়িসমূহের ব্যবহারোপযোগী যন্ত্রাংশ খুলে অন্য গাড়িতে ব্যবহার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত যাচাইয়ের লক্ষ্যে টিম কোন গাড়ি হতে কোন যন্ত্রাংশ খুলে অন্য কোন গাড়িতে ব্যবহার করা হয়েছে বিআরটিসি কর্তৃপক্ষকে সেরূপ তালিকা প্রদর্শন করতে অনুরোধ করে। তালিকাসমূহ বিশ্লেষণপূর্বক কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে অভিযান পরিচালনাকারী টিম।
দুদকের পরিচালক জানান, দুদকের একই টিম কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিসে শিক্ষকদের এমপিও বিল সংক্রান্ত ফাইল আটকে রেখে টাকা দাবির অভিযোগে অপর এক অভিযান পরিচালনা করেছে।
তিনি আরো জানান, স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই কর্তৃপক্ষ কর্তৃক প্রশিক্ষণের টাকার সিংহভাগ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহরিয়ার জামিল ও উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট আজ এ অভিযান পরিচালনা করে।
অভিযোগ সংশ্লিষ্ট খাতে ব্যয়ের বিস্তারিত যাচাই করে প্রাথমিক অনিয়ম পাওয়া যায়। এ বিষয়ে অধিকতর অনুসন্ধানপূর্বক কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে টিম।
দুদকের জনসংযোগ কর্মকর্তা জানান, এছাড়াও যশোর জেলার মনিরামপুর ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর আদায়ে ঘুষ দাবির অভিযোগে, রাজশাহী রেল কর্তৃপক্ষ কর্তৃক নানাবিধ অনিয়মের অভিযোগে এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড, রাজশাহী এর এক কর্মকর্তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যথাক্রমে যশোর জেলা কার্যালয় এবং রাজশাহী জেলা কার্যালয় হতে তিনটি পৃথক অভিযান পরিচালিত হয়েছে। # কাশেম