দূরবীণ নিউজ প্রতিবেদক :
চিকিৎসকদের আন্তরিক চেষ্টায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষিকা সৈয়দা ফাহিমা বেগমের বাস দুর্ঘটনায় বিচ্ছিন্ন (কেটে যাওয়া) হাত জোড়া লাগানো হয়েছে।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে বলেছেন, চিকিৎসা ক্ষেত্রে দেশ বহুগুণ এগিয়ে গেছে। কেটে যাওয়া হাত জোড়া লাগানোর মতো জটিল একটি কাজ দেশের চিকিৎসকরা করতে পেরেছেন। এটা অনেক বড় সফলতা।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সামনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে এ কথা বলেন। এ সময় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক ডা. সামন্ত লাল সেনসহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
চিকিৎসকদের প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দুর্ঘটনায় শিক্ষিকা ফাহিমা বেগমের হাত বিচ্ছিন্ন হয়ে যায়। সেই হাত শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা সফলভাবে জোড়া লাগালেন। এখন হাতে রক্ত সঞ্চালন হচ্ছে এবং তিনি ভালো আছেন।’
করোনাভাইরাসের চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, ‘ইতিমধ্যে তিনজন করোনা রোগীর দুইজনই সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। যেকোনো সময়ই তারা ঘরে ফিরে যেতে পারবেন। করোনাভাইরাস নিয়ে এখন জনসচেতনতাই বেশি প্রয়োজন। এ বিষয়ে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।’
প্রসঙ্গত, গত ১০ মার্চ সকালে গোপালগঞ্জে শিক্ষা সফরে যাওয়ার পথে বাস ও ট্রাকের সংঘর্ষে শিক্ষিকা ফাহিমা বেগমের বাম হাত বিচ্ছিন্ন হয়। এ সময় ওই বাসে থাকা ১৫ শিক্ষার্থী আহত হয়। # কাশেম