দূরবীণ নিউজ প্রতিবেদক :
রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি রোববার (৮ মার্চ) রেলভবনে সম্মেলন কক্ষে ব্রাহ্মবাড়িয়ার মন্দবাগে ট্রেন দূর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারের হাতে ১ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
মন্ত্রী বলেন, ১২ নভেম্বর, ২০১৯ সালে মন্দবাগে এক মারাত্মক ট্রেন দুর্ঘটনা ঘটে। এতে ১৭ জন নিহত এবং ৫৪ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসায় সুস্থ হয়।
গুরুতর আহতদের ঢাকা মেডিক্যাল,পঙ্গু হাসপাতাল, সিএমএইচ সহ ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার দ্বারা তাদের সুস্থ করে তোলার ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রণালয় এবং রেলওয়ের পক্ষ থেকে সার্বক্ষনিক আহতদের বিষয়ে খোজ-খবর রাখা হয়েছিল।
রেলমন্ত্রী বলেন, কোন মৃত্যই পূরণ করা যায়না। তাদের এ ক্ষতি কোন বিনিময়ে পরিশোধ করা যাবেনা। আমরা এ টাকা দিয়ে তাদের পাশে থাকতে চাই।
এ সময় মন্ত্রী নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। ১৭ জনের মধ্যে ৪ জনের উত্তরাধিকার নিয়ে সমম্যা আছে। বাকী ১৩ জনের মধ্যে আজ ১০ জনের পরিবার মন্ত্রীর হাত থেকে ১ লক্ষ টাকার চেক গ্রহণ করেন। # কাশেম