দূরবীণ নিউজ ডেস্ক :
ভারতের আগ্রায় তাজমহলসহ ওই দেশের ঐতিহাসিক সব স্থাপনা করোনাভাইরাস আতঙ্কে সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ার আগ্রার মেয়র এ সুপারিশ করেছেন।
এনডিটিভির খবরে বলা হয়, শুধু তাজমহলই নয়, দেশের ঐতিহাসিক স্মৃতিসৌধগুলো কিছুদিনের জন্যে পর্যটকদের দর্শনের জন্যে বন্ধ রাখার কথা জানিয়েছেন আগ্রার মেয়র নবীন জৈন।
তিনি বলেন, প্রচুর বিদেশি পর্যটক আগ্রা সফরে আসেন, এর ফলে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়তে পারে।
যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ততক্ষণ পর্যন্ত আমি ভারত সরকারকে তাজমহলসহ দেশের সব ঐতিহাসিক স্মৃতিসৌধ সাময়িকভাবে বন্ধ রাখার জন্যে অনুরোধ করছি।
ভারতজুড়ে করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১- এ দাঁড়িয়েছে।
মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের আঁচ পড়েছে হিন্দুদের অন্যতম প্রধান উৎসব হোলি মিলনেও। করোনা আতঙ্কে ভারতের রাষ্ট্রপতি ভবনের নিয়মিত হোলি অনুষ্ঠান বাতিল করেছে দেশটির সরকার। #