দূরবীণ নিউজ প্রতিবেদক :
বগুড়ার একটি বিদ্যালয়ে পরীক্ষার্থীদের নিকট হতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।
মঙ্গলবার (৩ মার্চ) দুদক অভিযোগ কেন্দ্রে হটলাইন- ১০৬ এ অভিযোগ আসে, বগুড়া সদরের নিশিন্দারা ফকিরউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার ব্যবহারিক বাবদ ১৬০০ শিক্ষার্থীর নিকট হতে প্রায় ২০০ টাকা করে আদায় করা হচ্ছে। গণমাধ্যমকে এই তথ্য জানান দুদক পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
তিনি জানান, ওই অভিযোগে প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সমন্বিত জেলা কার্যালয়, বগুড়ার একটি এনফোর্সমেন্ট টিম আজ এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুদক টিম বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়।
এ অনিয়মের বিষয়ে উক্ত বিদ্যালয় কর্তৃপক্ষ দুদক টিমের নিকট কোন সদুত্তর প্রদান করতে পারেননি। টিম বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাথে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ভূমিকা নেয়ার সুপারিশ করে। আগামীকালের মধ্যেই গৃহীত অতিরিক্ত সকল অর্থ শিক্ষার্থীদের নিকট ফেরত প্রদান করা হবে মর্মে দুদক টিমকে নিশ্চিত করা হয়।
একই টিম বগুড়া জেলার শাহজাদপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমির শ্রেণী পরিবর্তন করে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে অপর একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে টিম অভিযোগ সংশ্লিষ্ট জমির রেজিস্ট্রি বাবদ যাবতীয় তথ্যাবলি সংগ্রহ করে। তথ্যাবলি বিশ্লেষণ করে টিম কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে।
এছাড়াও ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা প্রদানে অনিয়মের অভিযোগে, ডেভেলপার কোম্পানিকে নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণের সুযোগ করে দেয়ার অভিযোগে, দলিল রেজিস্ট্রি বাবদ ঘুষ গ্রহণের অভিযোগে এবং শিক্ষা খাতে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগে যথাক্রমে প্রধান কার্যালয়, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১, সমন্বিত জেলা কার্যালয়, বরিশাল এবং সমন্বিত জেলা কার্যালয়, রংপুর হতে ৫টি পৃথক অভিযান পরিচালিত হয়েছে।# কাশেম