দূরবীণ নিউজ ডেস্ক :
এবার করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে ভারতে । দিল্লি ও তেলঙ্গানায় দুজন অসুস্থ রোগীর রক্ত পরীক্ষা করে করোনা ভাইরাস ধরা পড়েছে।
সোমবার (২ মার্চ) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে। দিল্লিতে করোনায় সনাক্ত হওয়া ওই রোগী সম্প্রতি ইতালি থেকে এসেছেন এবং তেলঙ্গানায় আক্রান্ত আরেক ব্যক্তি দুবাই থেকে ফিরেছেন।
উল্লেখ্য, চীনের উহান শহর থেকে এ ভাইরাসটি ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েতে থাকে। এরপর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ২৯১২ জনের মুত্যু হয়েছে।
আক্রান্ত হয়েছেন ৮০ হাজারেরও বেশি মানুষ। সোমবার চীনে এ ভাইরাসের আক্রান্ত হয়ে ৪২ জন মারা বলে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ভারতীয়দের চিন, কোরিয়া, সিঙ্গাপুর ও ইতালিতে না যাওয়ার অনুরোধ করেছেন। করোনা ভাইরাসের বিষয়ে দেশটির সরকার সতর্ক রয়েছে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
ওই দুজনকে আইসোলেশনে রেখে কড়া নজরদারিতে রাখা হয়েছে। বর্তমানে তারা সুস্থ আছেন। সপ্তাহ খানেক আগে দেশটির কেরালা রাজ্যে তিন জনকে করোনা ভাইরাস আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছিল। পরে রক্ত পরীক্ষা করে জানা যায় তারা করোনা ভাইরাসে আক্রান্ত নয়। # সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস