দূরবীণ নিউজ প্রতিবেদক :
সুবিধাবাদীদের হাত থেকে দলকে রক্ষার পাশাপাশি , ’শক্তিশালী আওয়ামী লীগ গড়ার আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ । তিনি বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সাল নাগাদ উন্নয়নের যে স্বপ্ন দেখেছেন। দেশকে সেই স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে হলে সংগঠনকে আরও শক্তিশালী।
রোববার (১ মার্চ) বিশেষ অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ হলেও আজ তাদের রাজনীতি খালেদা জিয়ার অসুস্থতা আর স্কাইপের মধ্যে আটকে আছে। তাদের বক্তব্যের একমাত্র বিষয় খালেদা জিয়ার অসুস্থতা। আর খালেদা জিয়ার ছেলে তারেক রহমান লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে বিএনপির সভায় সভাপতিত্ব করেন।’
কিছু দলীয় সদস্যের উদ্ধত আচরণ ও সুবিধাবাদীদের বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের অপর প্রতিপক্ষ হচ্ছে আমাদেরই কিছু নেতা-কর্মীর উদ্ধত আচরণ। রাষ্ট্রক্ষমতায় থেকে উদ্ধত আচরণ করলে জনসমর্থন কমে।
তাদের লাগাম টেনে ধরতে হবে, তাদের উদ্ধত আচরণের দায়দায়িত্ব দল নেবে না। আর পরপর তিনবার রাষ্ট্রক্ষমতায় থাকার কারণে আমাদের মধ্যে কিছু সুযোগসন্ধানী-সুবিধাবাদী ঢুকে পড়েছে। এদের হাত থেকে সংগঠনকে রক্ষা করতে হবে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘যে পাকিস্তান বাংলাদেশের স্বাধীনতা লাভের পর মনে করত যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে এগিয়ে যেতে পারবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা অর্থনৈতিক-সামাজিক-মানব উন্নয়নসহ সব সূচকে সেই পাকিস্তানকে পেছনে ফেলেছি।
পাকিস্তানের মানুষ আজ তাদের প্রধানমন্ত্রীকে বলে, ১০ বছরের মধ্যে পাকিস্তানকে সুইডেন নয়, বাংলাদেশ বানানোর চেষ্টা করুন, যা সে দেশের প্রধানমন্ত্রীও অকপটে স্বীকার করেন। কিন্তু বাংলাদেশের এই উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে আওয়ামী লীগের রাষ্ট্রক্ষমতায় থাকা প্রয়োজন এবং আমরা জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় থাকতে চাই।’
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নেতৃত্বে বাঙালির স্বাধিকার থেকে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে যেমন আমরা জয়ী হয়েছি, আজ জননেত্রী শেখ হাসিনা—যাঁর ধমনি-শিরায় বঙ্গবন্ধুর রক্তস্রোত প্রবহমান, তাঁরই নেতৃত্বে জাতি অদম্য গতিতে এগিয়ে চলে পৃথিবীর সামনে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।’
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ ছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। # কাশেম