দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ীতে এক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাইভেটকার উল্টে নারী-শিশুসহ ৬জন নিহত হয়েছেন। গুরুতর আহত এক শিশুসহ পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে এক নারী ও দুই শিশু মারা যায়। নিহত এক নারী ও শিশুর লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রয়েছে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কাদিপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়।
নিহতরা রাজশাহী নগরীর দেবিশিংপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মোশাব্বের আলী (৪০), স্ত্রী হাসনারা বেগম (৫৩), চাঁপাইনবাবগঞ্জের চরচাকলা দেবীনগর এলাকার আলী মুর্তজার মেয়ে আশিয়া খাতুন (৩০), চার মাসের শিশু আদিব আল হাসান, মহানগরের মুন্নাফের মোড় এলাকার আক্কাস আলী (৪০) ও মাইক্রো চালক নগরীর মেহেরচন্ডি এলাকার মাহবুবুর রহমান (৩৫)।
গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, হতাহতরা রাজশাহী থেকে একটি প্রাইভেটকার যোগে (ঢাকা মেট্রো-খ- ১১-৩২৬০) গোদাগাড়ীতে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন।
দুপুর সাড়ে ১২টার দিকে পথে চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনার শিকার হন তারা। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। #