দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশের সব বিমানবন্দরে করোনাসহ যেকোনো ধরনের ভাইরাস সনাক্তে করতে বসানো হচ্ছে দক্ষিণ কোরিয়ান টেকনোলজির স্ক্যানিং মেশিন।
সোমবার ( ১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
বর্তমানে বিমানবন্দরগুলোতে যে প্রযুক্তিতে করোনাভাইরাস সনাক্ত করা হচ্ছে সেটার পাশাপাশি অতিরিক্ত হিসেবে কোরিয়ান ওই প্রযুক্তির স্ক্যানিং মেশিন বসানো হবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল হক এসব তথ্য নিশ্চিত করে বলেন, এটা টেস্ট কেস (পরীক্ষামূলক)।
বৈঠকে করোনাভাইরাস নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজ এটা নিয়ে স্পেসিফিক আলোচনা হয়নি। রোববার, তার আগের দিন (শনিবার) – রেগুলার এটা নিয়ে আলোচনা হচ্ছে। গত বুধবার একটা বিষয়ে আলোচনা উঠিয়েছিলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী।
কোরিয়া থেকে ওনার কাছে একটা প্রস্তাব এসেছে। সেটি হচ্ছে স্ক্যানিং সিস্টেম। আমাদের যে পদ্ধতিটা (স্ক্যানিং) আছে, এর চেয়েও তাদেরটা সিকির্উড (নিরাপদ)। আরো মোডিফাইড জিনিস।
সব বিমানবন্দরে আমাদের যে স্ক্যানিং সিস্টেম আছে সেটাও থাকবে, পাশাপাশি অতিরিক্ত হিসেবে কোরিয়ান টেকনোলজির ওই স্ক্যানিং মেশিনও সরবরাহ করা, টেস্ট কেস হিসেবে।
খন্দকার আনোয়ারুল হক জানান, কোরিয়ান টেকনোলজির এই স্ক্যানিং মেশিনে শুধু করোনা নয়, যেকোনো ভাইরাস ধরা পড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।
কী পরিমাণ কোরিয়ান স্ক্যানিং মেশিন দেয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে চিঠি আসতেছে। চিঠি পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। #