দূরবীণ নিউজ প্রতিবেদক :
সুনামগঞ্জের শাল্লায় সেতু নির্মাণের কাজে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।
রোববার (২ ফেব্রুয়ারি) সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে ) এ অভিযান পরিচালিত হয়। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন, দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি জানান, দুদক টিম সরেজমিন অভিযানে উল্লিখিত এলাকায় প্রকল্প বাস্তবায়নের নামে অপ্রয়োজনীয়ভাবে সেতু নির্মাণ করে রাষ্ট্রীয় টাকার অপচয় করা হচ্ছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়।
দুদক টিম এলাকাবাসীর সাথে কথা বলে এবং প্রত্যক্ষদৃষ্টে জানতে পারে, উক্ত উপজেলায় গত ৪ অর্থবছরে নির্মিত ১৯ টি সেতুর ৯টিই ব্যবহার হচ্ছেনা, তথা অপ্রয়োজনীয়।
এক্ষেত্রে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়িত্বহীনতা এবং অনৈতিক উদ্দেশ্য রয়েছে কি-না তা নির্ণয়ে বিস্তারিত অনুসন্ধানের সুপারিশ করে প্রতিবেদন উপস্থাপন করবে দুদক টিম।
একই টিম ছাতক উপজেলার এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে টিম উল্লিখিত ইউনিয়ন পরিষদ কর্তৃক বাস্তবায়নকৃত প্রকল্পসমূহের তালিকা এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করে, যা বিশ্লেষণপূর্বক কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবে।
দুদক কর্মকর্তা আরো জানান, এছাড়াও সঞ্চয়পত্র ভাঙ্গানো বাবদ গ্রাহকের নিকট হতে ঘুষ দাবির অভিযোগে, মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি সরানোর কাজ যথানিয়মে না করে অর্থ আত্মসাতের অভিযোগে এবং রোগীদের যথাযথ সেবা প্রদান না করে হয়রানির অভিযোগে যথাক্রমে সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া, সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুর এবং প্রধান কার্যালয় হতে ৩টি পৃথক অভিযান পরিচালিত হয়েছে। # কাশেম