দূরবীণ নিউজ প্রতিবেদক:
বরিশাল টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) অধ্যক্ষের বিরুদ্ধে নানাবিধ অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুদক অভিযোগ কেন্দ্রে হটলাইন- ১০৬ এ আগত অভিযোগের প্রেক্ষিতে সমন্বিত বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাফিজুর রহমান শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি জানান, সরেজমিন অভিযানে দুদক টিম উক্ত কলেজের অধ্যক্ষ দীর্ঘদিন যাবৎ টিটিসি’র সরকারি বাসায় বসবাস করলেও বাড়িভাড়া প্রদান করেননি এমন অভিযোগ খতিয়ে দেখে। ওই অধ্যক্ষ গত ৪৫ মাসে উক্ত বাসায় বাস করলেও কোন ভাড়া প্রদান করেননি, এমন তথ্য পায় টিম। কলেজের কেনাকাটা সংক্রান্ত অনিয়মের অভিযোগ যাচাইকালে ক্রয়ের একাধিক ভাউচারে একই ব্যক্তির হাতের লেখা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়।
এছাড়াও উক্ত প্রতিষ্ঠানে অনুষ্ঠিত বেশকিছু প্রশিক্ষণের অর্থ ব্যয়ে অনিয়মের প্রাথমিক প্রমাণ পায় টিম। এ অনিয়মসমূহের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত চেয়ে কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হবে।
দুদক কর্মকর্তা আরো জানান, এদিকে রংপুরের মিঠাপুকুরে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নদী ভাঙ্গন রোধ ও বিদ্যালয় রক্ষার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। সমন্বিত জেলা কার্যালয়, রংপুর এর সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আজ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নদী ভাঙ্গন রক্ষা কাজের প্রকল্পে বিদ্যালয় সংলগ্ন নদী হতে বালু উত্তোলনপূর্বক ব্যবহারের প্রাথমিক প্রমাণ পায় টিম, যা উক্ত বিদ্যালয়ের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ অনিয়মের পেছনে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকির ঘাটতি রয়েছে এমন তথ্যও পাওয়া যায়। এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র প্রেরণের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে অভিযান পরিচালনাকারী টিম।
এছাড়াও ওয়াসা কর্মচারীদের যোগসাজশে বাজারে অনুমোদনবিহীন পানি সরবরাহ করার অভিযোগে, ঘুষের বিনিময়ে বন্দীদের অবৈধ সুযোগ প্রদানের অভিযোগে এবং গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের দরপত্র আহবানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যথাক্রমে প্রধান কার্যালয়, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এবং সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জ হতে পৃথক ৩টি অভিযান পরিচালিত হয়েছে।
# কাশেম