দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, পুরান ঢাকার ঐতিহ্যবাহী বা হেরিটেজ স্থাপনাগুলো অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রক্ষণাবেক্ষণ করা হবে।
শুক্রবার (২৪ জানুয়ারি) নগরীর নারিন্দা এলাকায় গণসংযোগ করার সময় এই পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি ।
মেয়র প্রার্থী তাপস বলেন, ‘আমি নির্বাচিত হলে ঐতিহ্যের ঢাকার সৌন্দর্য বজায় রাখবো। পুরান ঢাকায় যেসব ঐতিহ্যবাহী স্থাপনা আছে সেগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় এনে নিয়ন্ত্রণ ও সংরক্ষণ করবো, যাতে বিশ্ববাসী সেগুলো দেখতে পারেন।’
ব্যারিস্টার তাপস বলেন, ‘আমরা ঢাকায় যে উন্নয়ন করেছি তার প্রতিফলন হিসেবে নৌকা মার্কায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দেবেন। আশা করি উন্নত ঢাকা গড়ার পক্ষে রায় দেবেন।’
তাপস আরও বলেন, ‘আমরা সুন্দর ঢাকা গড়ার যে রূপরেখা দিয়েছি তার আওতায় যেসব এলাকায় জলাবদ্ধতা আছে, সেসব এলাকার খালগুলো উদ্ধার করবো। ভূমিদস্যুদের দখল থেকে মুক্ত করবো।
ঢাকা ওয়াসার সঙ্গে সমন্বয় করবো। জলাশয়গুলো আমরা পুনরুদ্ধার করবো, যাতে ঢাকাবাসী নান্দনিক সব সুযোগ সুবিধা পায়।’
এ সময় পুরান ঢাকার বিভিন্ন এলাকায় প্রচারণা চালান তাপস। নৌকা মার্কায় ভোট চান তিনি। প্রচারণাকালে আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। # কাশেম