দূরবীণ নিউজ ডেস্ক :
দাবানল নেভাতে গিয়ে অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে তিন মার্কিন নাগরিক নিহত হবার খবর পাওয়া গেছে।
ওয়াশিংটন পোস্ট জানায়, বৃষ্টির কয়েকদিন আবহাওয়া শীতল থাকলেও গত বৃহস্পতিবার নিউ সাউথ ওয়েলসে তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ১০০ ডিগ্রি সেলসিয়াসে। কোনো কোনো জায়গায় সেটি ছিল ১১০ ডিগ্রি। দুপুরের মধ্যে ৮০টির বেশি দাবানল ছড়িয়ে পড়ে রাজ্যটিতে।
গত কয়েকদিন ধরে ফের তাপমাত্রা ও বায়ু প্রবাহ বেড়ে যাওয়ায় নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে পূর্ব অস্ট্রেলিয়ায়। আগুন নেভাতে কাজ করছিল কানাডীয় কোম্পানি কোলসন অ্যাভিয়েশনের বিমানটি।
ক্যানবেরা থেকে ৭০ মাইল দক্ষিণে নিউ সাউথ ওয়েলসের পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয় সি-১৩০ হারকিউলিস বিমানটি। সেটিতে থাকা তিন মার্কিন স্বেচ্ছাসেবকই নিহত হয়েছেন।
চার প্রপেলারের হারকিউলিস বিমান এক এক বারে ১৫ হাজার লিটার জল বা আগুন প্রতিরোধকারী পদার্থ বহন করতে পারে।
রুরাল ফায়ার সার্ভিস কমিশনার শেন ফিটৎসিমন্স বলেন, ‘আমরা বিমানটির ধ্বংসাবশেষ হয়তো খুঁজে পাব কিন্তু দুঃখের বিষয় ,কোনো কর্মীকেই জীবিত অবস্থায় উদ্ধার করতে পারব না।’
এদিকে দাবানলের কারণে অস্ট্রেলিয়ার ক্যানবেরার বিমানবন্দর থেকে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। শুধু আগুন নেভানোর কাজে ব্যবহৃত বিমানগুলো ওঠানামা করছে সেখানে। #