দূরবীণ নিউজ প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, মন্ত্রী- এমপি কিংবা সরকারি কর্মকর্তাদের একান্ত সচিব (পিএস), সহকারী একান্ত সচিবের (এপিএস) দুর্নীতির বিষয়ে দুদকের অনুসন্ধান শেষ হয়ে যাবে না। তাদের ঊর্ধ্বতনদের দুর্নীতির দায়ভার তাদেরকেও নিতে হবে। এ জন্য আরও অপেক্ষা করতে হবে।
সোমবার (২০ জানুয়ারি) দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে দুদক।
সম্প্রতি কয়েকজন প্রভাবশালী ব্যক্তির পিএস-এপিএসকে দুদক তলব করলেও তাদের ঊর্ধ্বতনদের বিষয়ে দুদক নীরব এমন এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘পিএস-এপিএস ছাড়াও যারা যুক্ত ছিলেন, যুক্ত হয়েছেন বা যুক্ত আছেন, আমরা খুঁজে বের করে আইনের আওতায় আনব।’ তিনি আরও বলেন, ‘কাউকে ডাকতে দুদকের কলম কাঁপেনি।’
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সহকারী একান্ত সচিব (এপিএস) আরিফুর রহমান শেখ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের এপিএস শেখ কুদ্দুস এবং সরকারদলীয় হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সাংসদ সামশুল হক চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) এজাজ চৌধুরীকে তলব করেছে দুদক। # কাশেম