দূরবীণ নিউজ প্রতিবেদক :
জালিয়াতির আশ্রয় নিয়ে ভূয়া ঋণ বন্ড তৈরী করে ৫১জন গ্রাহকের নামে ১৭ লাখ ৯৫ হাজার টাকা উত্তোলন করে আত্মসাতের মামলায় সোনালী ব্যাংক লিমিটেড নোয়াখালীর চরবাটা ও সুবর্ণচর শাখার সাবেক ব্যবস্থাপক মোঃ নুরনবী চৌধুরীকে গ্রেফতার করেছে দুদক।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে দুদক নোয়াখালীর সমন্বিত জেলাকার্যালয়ে দায়ের করা মামলা নং ০১ এর আসামি সোনালী ব্যাংক চরবাটা ও সুবর্ণচর শাখার সাবেক ব্যবস্থাপক মোঃ নুরনবী চৌধুরীকে ওই এলাকা থেকে গ্রেফতার করেছে দুদক।
গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য। তিনি আরো জানান, গ্রাহকদের ঋণের আবেদন সংগ্রহপূর্বক আবেদনকারীদের মিথ্যা প্রলোভন দেখিয়ে ও স্বাক্ষর নিয়ে প্রকৃত গ্রাহকদের অনুকূলে ঋণের টাকা বিতরণ না করে আত্মসাৎ করন।
এইভাবে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে ভূয়া ঋণ বন্ড তৈরী করে মোট ৫১ জন গ্রাহকের নামে মোট ১৭ লাখ ৯৫ টাকা উত্তোলন পূর্বক আত্মসাতের অভিযোগে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়। #