দূরবীণ নিউজ প্রতিবেদক :
ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা আলোচিত দুই ভাই এনু ভূইয়া ও রুপন ভূইয়াকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৩ জানুয়ারি) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের গ্রেফতার করেছে ।
গণমাধ্যকে এই তথ্য জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি আরো জানান, গেণ্ডারিয়ার দুই আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার ৩৫ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়ার পর গত বছর ২৩ অক্টোবর দুদক তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে।
এনামুল হক এনুর বিরুদ্ধে ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন দুদক, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।
অন্যদিকে অসৎ উদ্দেশ্যে অবৈধ পন্থায় নামে-বেনামে ১৪ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রুপন ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের অপর সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী মামলা দায়ের করেন।
আজ গ্রেফতারকৃত এ দুই আসামীকে দুর্নীতির পৃথক দুই মামলায় গ্রেফতার দেখানোর (Shown Arrest) আবেদন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে আদালতে এ আবেদন করা হয়েছে। #