দূরবীণ নিউজ প্রতিবেদক :
নেত্রকোনা জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে দলিলের নকল প্রদানে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।
বুধবার (৮ জানুয়ারি) দুদক অভিযোগ কেন্দ্রে হটলাইন- ১০৬) অভিযোগের প্রেক্ষিতে দুদক কর্মকর্তারা উক্ত কার্যালয়ে অভিযান চালায়। গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি জানান, দলিলের নকল প্রদানে সরকার নির্ধারিত ফি এর অধিক টাকা আদায়পূর্বক আত্মসাতের অভিযোগে দুদক ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাম প্রসাদ মন্ডলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
সরেজমিন অভিযানে দুদক টিম অভিযোগের প্রাথমিক সত্যতা পায় এবং তিনজন তাশকারক নকল প্রদান বাবদ বাড়তি টাকা আদায় করেছেন মর্মে দুদক টিমের নিকট স্বীকার করে।
টিমের উপস্থিতিতে তাদের গৃহীত অতিরিক্ত টাকা ভুক্তভোগীদের ফেরত প্রদান করা হয়। এ অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য অভিযানকারী টিম জেলা রেজিস্ট্রার এর নিকট সুপারিশ করে।
এছাড়াও মেট্রোরেল প্রকল্পের বৈদ্যুতিক কাজের ই-টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে, নেত্রকোনা পাসপোর্ট অফিসে সেবা প্রদানে অনিয়ম ও হয়রানির অভিযোগে, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, নেত্রকোনায় সরকারি চাল ক্রয়ে অনিয়মের অভিযোগে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যথাযথভাবে চিকিৎসা সেবা প্রদান না করে হয়রানির অভিযোগে এবং ফরিদপুর টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের অর্থ আত্মসাতের অভিযোগে যথাক্রমে প্রধান কার্যালয়, ময়মনসিংহ জেলা কার্যালয় এবং ফরিদপুর জেলা কার্যালয় হতে ৫টি পৃথক অভিযান পরিচালিত হয়েছে। #