দূরবীণ নিউজ প্রতিবেদক :
২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫-টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংক লি: ও রিলায়েন্স ফাইন্যান্স লি: সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের করেছে দুদক।
বুধবার (৮ জানুয়ারি) দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে ঢাকা সজেকা-১ এর কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং-০৩।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও ইপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এসব তথ্য জানান।
মামলা আসামির বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামি প্রশান্ত কুমার হালদার অসৎ উদ্দেশ্যে বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয় বহিভূত ও আয়ের সাথে অসংগতিপূর্ণ ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫-টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। শুধু তাই নয়, তিনি ওই সম্পদ তার নিজ দখলে রেখেছেন।
তিনি উক্ত অবৈধ সম্পদের উৎস, প্রকৃতি, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ, উৎস গোপন রেখে ছদ্মাবরনে হস্তান্তর করেছেন। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন,২০১২ এর ৪(২),৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
ফলে তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২),৪(৩) ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে।