দূরবীণ নিউজ প্রতিবেদক :
জয়পুরহাট জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের বিরুদ্ধে যথাসময়ে উপস্থিত না থাকা এবং সেবা প্রদানে অনীহা ও হয়রানির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক হটলাইন-১০৬ এ এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে সমন্বিত বগুড়া জেলা কার্যালয় থেকে এ অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুদকের টিম অভিযোগের দিনের বায়োমেট্রিক হাজিরা যাচাই করে অভিযুক্ত ডাক্তার এবং আরও ৫ জন ডাক্তার যথাসময়ে কমপ্লেক্সে আসেননি মর্মে প্রাথমিক প্রমাণ পায়। টিম পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের বায়োমেট্রিক হাজিরার তালিকা সংগ্রহ করে।
গণমাধ্যমকে এই জানান, দুদক জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। তিনি জানান, হাসপাতালে ডাক্তারের বিরুদ্ধে দায়িত্ব অবহেলা করে প্রাইভেট ক্লিনিকে রোগী দেখার অভিযোগটি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের তত্তাধায়ককে অনুরোধ করে অভিযান পরিচালনাকারী টিম।
একই টিম জয়পুরহাট সদরের এক কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে চাকুরী বাণিজ্যের দ্বারা অবৈধভাবে উপার্জনের অভিযোগ সংক্রান্ত তথ্যাবলি সংগ্রহ করে। তথ্যাবলি যাচাইপূর্বক কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হবে।
অটোরাইস মিলের উৎপাদন সক্ষমতা না থাকা সত্তে¡ও সেগুলোকে সক্ষমতার সনদ দেয়া, মিলকল মালিকদের সাথে যোগসাজশ করে অবৈধভাবে অর্থ সংগ্রহসহ নানা অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের আজ অভিযান পরিচালিত হয়েছে।
সরেজমিন অভিযানে বেশ কিছু অনিয়মের প্রাথমিক প্রমান পাওয়া যায়। এ বিষয়ে সকল তথ্য সংগ্রহ করে বিস্তরিত প্রতিবেদন প্রদান করবে অভিযানকারী টিম।
একই টিম উপপরিচালক, মাধ্যমিক শিক্ষার বিরুদ্ধে সরকারী ডরমেটরিতে থেকে সরকারী ভাড়া ফাকি দেয়ার অভিযোগ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের অভিযোগে আরও ২টি অভিযান পরিচালনা করে।
এছাড়া দলিল লেখা বাবদ ঘুষ আদায় ও গ্রাহক হয়রানির অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, যশোর হতে একটি অভিযান পরিচালিত হয়েছে। #