দূরবীণ নিউজ প্রতিবেদক:
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি-২০২০ নির্বাচনে সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু পদে নির্বাচিত হয়েছেন । সভাপতি আবুল খায়ের ১৪৩ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বি ইসারফ হোসেন ইসা ১১০ ভোট পেয়েছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উৎসবমূখর পরিবেশে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) বহুমূখী সমিতির কার্যালয়ে গোপন ব্যালটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই বনর্বাচনে সাধারণ সম্পাদক পদে তিন প্রার্থীর মধ্যে আসাদুজ্জামান বিকু ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী দেব দুলাল মিত্র ৯৯ ভোট এবং মোহাম্মদ জয়নাল আবেদীন ২১ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে মোরছালীন বাবলা ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি শাহিন আবদুল বারী ৯৬ ভোট পেয়েছেন।
যুগ্ম সম্পাদক পদে সাখাওয়াত হোসেন কাওসার ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি আব্দুল লতিফ রানা ৮৪ ভোট পেয়েছেন। অর্থ সম্পাদক পদে আবু হেনা রাসেল বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে নিয়াজ আহমেদ লাবু ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বদ্বি দিপন দেওয়ান ১১০ ভেটি পেয়েছেন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হরলাল রায় সাগর ১৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বদ্বিতায় খন্দকার হানিফ রাজা ৯০ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে শহিদুল ইসলাম রাজী বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে জিএম তসলিম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফ বাবলু এবং কল্যাণ সম্পাদক পদে এস.এম. ইসমাঈল হুসাইন ইমু বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছে।
আন্তর্জাাতিক সম্পাদক পদে শাহীন আলম ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্বদ্বি মো. তানভীর হাসান ১০৪ ভোট পেয়েছেন ।
কার্যনির্বাহী সদস্য’র তিনটি পদে প্রার্থী ছিল ৩ জন। ১৫৭ ভোট পেয়ে প্রথম সদস্য হয়েছেন রুদ্র মিজান, ১৩৮ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য হয়েছেন এম এ বাতেন বিপ্লব এবং ১৩৫ ভোট পেয়ে আবাদুজ্জামান শিমুল তৃতীয় সদস্য হয়েছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির দোতলায় ক্র্যাব বহুমুখী সমবায় সমিতি কার্যালয়ে আজ ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৫টি পদের মধ্যে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ৫ টি সম্পাদকীয় পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মোট ২৭৭ জন ভোটারের মধ্যে ২৫৪ টি ভোট পড়েছে। তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পারভেজ খান। দুই সদস্য হলেন দৈনিক জবাবদিহির নির্বাহী সম্পাদক তৌহিদুর রহমান ও সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। #