দূরবীণ নিউজ ডেস্ক :
ইরাকে নিরাপত্তাহিনতার আতঙ্কে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র । বাগদাদ থেকে মঙ্গলবার (৩১ ডিসেম্বর ) রাষ্ট্রদূতসহ সব কর্মকর্তা ও কর্মীদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র । কারণ মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভকারীরা ‘নো ট্রাম্প, নো আমেরিকা’ স্লোগান দিচ্ছেন। কেউ কেউ ভেতরে পাথর ছুড়েও মারছেন।
এদিকে মার্কিন হামলার নিন্দা জানাতে দূতাবাসের বাইরে কয়েক হাজার বিক্ষোভকারী ও মিলিশিয়া যোদ্ধা জড়ো হয়েছেন।-খবর আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের ।
গত ২৯ ডিসেম্বর ইরান-সমর্থিত মিলিশিয়াদের ঘাঁটিতে হামলা চালিয়েছে মার্কিন বিমান। এতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ছয়াযুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে ইরাক বলে আশঙ্কা করা হচ্ছে।
এমন এক সময় এই ঘটনা ঘটেছে, যখন দেশটিতে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ চলছে, যাতে হুমকিতে পড়েছে ইরাকের রাজনৈতিক ব্যবস্থা।
সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বেসামরিক ঠিকাদারকে হত্যার পর কাতায়েব হিজবুল্লাহ মিলিশিয়াদের ওপর এই হামলা চালানো হয়েছে।
তবে মার্কিন রাষ্ট্রদূতসহ অন্যান্য কর্মকর্তাদের কখন সরিয়ে নেয়া হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা।
বিক্ষোভকারীরা যাতে দূতাবাসের ভেতরে ঢুকতে না পারেন, তা ঠেকাতে ইরাকি বিশেষ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। #