দূরবীণ নিউজ প্রতিবেদক :
কুড়িগ্রামে ধান-চাল সংগ্রহে অনিয়ম এবং কর্তৃপক্ষের বদলি আদেশ অমান্য করে দায়িত্বে যোগদান না করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে দুদক টিম জানতে পারে, কুড়িগ্রামের উলিপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মনোয়ারুল ইসলাম এর বিরুদ্ধে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ না করে একটি রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে ধান সংগ্রহ।
মিল মালিকদের কাছ থেকে ছাঁটাইকৃত চাল না কিনে বিভিন্ন প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত চাল কাগজে কলমে ক্রয় দেখিয়ে মোটা অংকের টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে গত ১৬ অক্টোবর ২০১৯ তাঁকে বদলি করে কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় যোগদানের নির্দেশ দেওয়া হয়। তবে দীর্ঘ তিন মাস তিনি দায়িত্ব হস্তান্তর না করে বদলি সংক্রান্ত সরকারি বিধান অমান্য করে পূর্ব কর্মস্থলে বহাল রয়েছেন।
বদলিকৃত কর্মস্থলে যোগদানের কারণ তিনি ছুটি গ্রহণ করেছেন মর্মে দাবি করলেও এর স্বপক্ষে দুদক টিমের কোন প্রমাণ উপস্থাপন করতে পারেননি। এ দায়িত্বে অবহেলার কারণে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পত্র প্রেরণের সুপারিশ করে এবং তাঁর বিরুদ্ধে আনীত ধান-চাল সংগ্রহে ব্যাপক অনিয়মের অভিযোগের বিষয়ে কমিশনের নিকট সদয় সিদ্ধান্ত চেয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে অভিযান পরিচালনাকারী টিম।
এছাড়া হবিগঞ্জে রাস্তা সংস্কারের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে, বরিশাল সদর উপজেলার কাশিপুর পোস্ট অফিসে যথাযথভাবে সেবা প্রদান না করার অভিযোগে এবং শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কতিপয় ডাক্তার কর্তৃক হাসপাতালে উপস্থিত না থেকে প্রাইভেট ক্লিনিকে রোগী দেখার অভিযোগে যথাক্রমে হবিগঞ্জ জেলা কার্যালয় এবং বরিশাল জেলা কার্যালয় হতে ৩টি পৃথক অভিযান পরিচালিত হয়েছে। #