দূরবীণ নিউজ ডেস্ক :
নয়াদিল্লি তীব্র শীতে রেডঅ্যালার্ট জারি করেছে প্রশাসন। গত ২৮ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত থেকে বাঁচতে নগরবাসীকে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতে পরামর্শ দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।
দিল্লি ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর রাজস্থান, উত্তরপ্রদেশসহ হাড়কাঁপানো শীত পড়েছে হিমাচলপ্রদেশেও। এ ছাড়া মানালি, সুন্দরনগরসহ কয়েকটি স্থানে তাপমাত্রা শূন্যের নিচে নেমেছে।
দিল্লির মানুষ ১১৮ বছর পর এমন হাড়কাঁপানো শীতের দেখা পেল। দুই সপ্তাহ ধরে তীব্র শীথ আর ঘন কুয়াশার কারণে বিমান ও রেল পরিষেবা বিঘ্নিত হচ্ছে।
দেশটির আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এ কারণে রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে রেডঅ্যালার্ট।
১৯৩০ সালের ২৭ ডিসেম্বর তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। দিল্লিতে এখন পর্যন্ত সেটিই সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।
২০১৩ সালের ৩০ ডিসেম্বর ও ১৯৯৬ সালের ১১ ডিসেম্বর দিল্লির তাপমাত্রা এ বছরের চেয়েও নিচে নেমেছিল। তখন তাপমাত্রা ছিল ২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, এর আগে ১৯০১ সালে এমন হাড়কাঁপানো শীত পড়েছিল দিল্লিসহ গোটা ভারতে।#