দূরবীন নিউজ ডেস্ক :
নরওয়ের নাগরিক জান্নি-মেইটে জনসন নামে এক নারীকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কারণ ওই নারী ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন। বিক্ষোভে অংশ নিয়ে পর্যটক হিসেবে ভারতের কেরালা রাজ্যের কোচি শহরে ভ্রমণরত ওই নারী ভিসা আইন ভঙ্গ করেছেন বলে অভিযোগ আনছে ভারত।
ওই নারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, অভিবাসন কর্তৃপক্ষ তাকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে। তিনি ভারত ছাড়ার জন্য তাৎক্ষণিক হোটেলে ফিরেছেন। স্ট্যাটাসে তিনি বলেছেন, ‘এক্ষুনি আমাকে ভারত ছাড়তে বলা হয়েছে। না হলে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
নাগরিকত্ববিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় গত সপ্তাহে মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) জার্মান শিক্ষার্থী জ্যাকব লিন্ডেলথানকে দেশত্যাগের নির্দেশ দেয় ভারত।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশিদের আঞ্চলিক নিবন্ধন অফিসের কর্মকর্তা অনুপ কৃষ্ণ বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘আমরা তদন্ত করে দেখেছি, তিনি (নরওয়ের নারী) ভিসা আইন লঙ্ঘন করেছেন। তাই আমরা তাঁকে ফিরে যেতে বলেছি।’
কেরালার বিদেশিদের আঞ্চলিক নিবন্ধন অফিস বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির মাধ্যমে প্রমাণ পাওয়া গেছে যে জনসন ২৩ ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করেন।
৭১ বছর বয়সী জনসন স্থায়ীভাবে সুইডেনে থাকেন। তিনি বলেন, তিনি বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়ে ব্যাখ্যা লিখিতভাবে জানাতে চেয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাকে নিষেধ করেছে। এরপর তিনি তার এক বন্ধুর মাধ্যমে দুবাইগামী একটি ফ্লাইটের টিকিট সংগ্রহ করেছেন। দুবাই থেকে তিনি সুইডেনগামী ফ্লাইট ধরবেন। #