দূরবীণ নিউজ প্রতিবেদক :
আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর চট্টগ্রামের সহকারী নিয়ন্ত্রক মোঃ আল মামুদ হোসেনকে ১৫ হাজার টাকা ঘুষ গ্রহণকালে গ্রেফতার করেছে দুদক।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ পরিচালক মুহ: মাহবুবুল আলম এবং চট্টগ্রাম-১এর উপ সহকারী পরিচালক মো: রিয়াজ উদ্দিনের নেতৃত্বে দুদক কর্মকর্তারা ওই ঘুষখোরকে হাতে নাতে গ্রেফতার করেন।
এই অপরাধে দুদক সমন্বিত চট্টগ্রাম-১ এর একটি মামলা দায়ের করা হয়। মামলা নং:-৪৯ । মামলাটি দন্ডবিধির ১৬১ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) রেকর্ড করা হয়।
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি আরো জানান, অভিযোগকারী (ভিকটিম) প্রোপাইটরঃ আশা কর্পোরেশনের মালিক মোঃ আজিমুল ইসলাম পিতা- মোঃ শহিদুল ইসলাম, ঠিকানা ৩১৪ শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম।
তার নিকট থেকে আইআরসি নবায়নের জন্য ১৫ হাজার ঘুষের টাকা দাবি করেন আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক দপ্তরের সহকারী নিয়ন্ত্রক মোঃ আল মামুদ হোসেন। আসামি একইসাথে সাফ কথা বলেন, ঘুষের টাকা না দিলে কাজটি হবে না।
পরে নিরুপায় হয়ে অভিযোগকারী বিষয়টি দুদক কর্মকর্তাদের জানান এবং সহযোগিতা চান। তার আবেদনের প্রেক্ষিতে দুদক কর্মকর্তারা চট্টগ্রাম আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরের সরকারী কার্য ভবন-১ এর ৩য় তলা একটি ফাঁদ কেইসের সিদ্ধান্ত নেন।
মঙ্গলবার ঘুষের টাকা গ্রহণকালে আসামীকে হাতেনাতে গ্রেফতার করেন দুদক টিমের সদস্যরা। #