দূরবীন নিউজ ডেস্ক :
তুরস্কের একটি জাহাজ আটক করেছে লিবিয়ার সামরিক বাহিনীর শক্তিশালী নেতা খালিফা হাফতারের অনুগত বাহিনী। খালিফা হাফতারের অনুগতরা সংশ্লিষ্টদের জানিয়েছেন গত শনিবার ওই জাহাজটি আটকের কথা ।
এদিকে রোববার (২২ ডিসেম্বর) তুরস্কের পার্লামেন্ট লিবিয়াকে নিরাপত্তা ও সামরিক সহযোগিতা দিতে একটি চুক্তি অনুমোদন করেছে। খবর আর্ন্তর্জাতিক গণমাধ্য এএফপি’র।
জাতিসঙ্ঘ স্বীকৃত লিবিয়ান গভর্মেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ)’র সাথে আঙ্কারা এ চুক্তি করে।
জিএনএ’র অনুগত বাহিনীর কাছ থেকে ত্রিপোলীর দখল নিতে হাফতার এপ্রিলে তার অভিযান শুরু করে।
হাফতার বাহিনীর মুখপাত্র আহমেদ আল মেসমারি এক বিবৃতিতে বলেন, তল্লাশির উদ্দেশ্যে পূর্বাঞ্চলীয় দারনা শহরের কাছে রাস আল হেলাল বন্দরে তুরস্কের জাহাজটিকে নিয়ে যাওয়া হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান বলেছেন, ত্রিপোলী অনুরোধ করলে তিনি লিবিয়ায় সেনা পাঠাতে প্রস্তুত রয়েছেন। প্রধানমন্ত্রী ফায়েজ আল সারাজের নেতৃত্বাধীন জিএনএনকে সমর্থন দিচ্ছে আঙ্কারা।
এ কারণে হাফতার জুন মাসে লিবিয়ায় তুরস্কের স্বার্থ-সংশ্লিষ্ট স্থাপনায় হামলার হুমকি দিয়েছিল। #