দূরবীন নিউজ প্রতিবেদক:
আন্তর্জাতিক হৃদরোগ সম্মেলন আগামী ১৯-২১ ডিসেম্বর বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির উদ্যোগে ঢাকাস্থ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বাংলাকার্ডিও ২০১৯’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
১৯ ডিসেম্বর বিকেল ৩ টায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক হৃদরোগ সম্মেলন ‘বাংলাকার্ডিও ২০১৯’ অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে।
বুধবার ( ১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি, জাতীয় অধ্যাপক (ব্রিগঃ অবঃ) আবদুল মালিক।
৩ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক হৃদরোগ সম্মেলনে বাংলাদেশসহ সারা বিশ্বের প্রায় ১০০০ জন হৃদরোগ চিকিৎসক উপস্থিত থাকবেন।
ইতিমধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ইতালী, জাপান, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন এবং ভারত থেকে প্রখ্যাত ২৫ জন হৃদরোগ বিশেষজ্ঞ ও হৃদরোগ সার্জন সম্মেলনে অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
৩ দিন ব্যাপী এই সম্মেলনের ৩৯টি বৈজ্ঞানিক অধিবেশনে হৃদরোগের আধুনিক চিকিৎসা, নব-নব চিকিৎসা পদ্ধতি, হৃদরোগ প্রতিরোধ, এশিয়ার দেশ সমূহে হৃদরোগের প্রকোপসহ বাংলাদেশে হৃদরোগের চিত্র ইত্যাদি বিষয়ে বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করা হবে এবং আমাদের দেশে হৃদরোগ চিকিৎসা এবং প্রতিরোধের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে। #