দূরবীন নিউজ প্রতিবেদক :
বিষাক্ত দূলা এবং বায়ু দূষণে অতিষ্ট রাজধানীবাসী। যতই দিন যাচ্ছে নগরীতে ততই বেশি দূলা বাড়ছে। নগরীর সবুজায়ন তলিয়ে যাচ্ছে বিষাক্ত দূলা এবং বায়ু দূষণে।
এদিকে নগরীর দূষণ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে সাংবাদিকদের একটি সংগঠন। আর ওই গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বক্তব্য রাখার কথা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে (ভিআইপি লাউঞ্জ) ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা)’র উদ্যোগে “অনিয়ন্ত্রিত দূষণে ঢাকা: নাগরিক ভাবনা” শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন এই গোলটিবিল অনুষ্ঠানের বিষয়টি জানিয়েছেন। তিনি আরো জানান,
মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ডঃ আদিল মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স।
আলোচনায় অংশ নিবেন: স্থপতি ইকবাল হাবিব, নগর পরিকল্পনাবিদ; জনাব আব্দুল মতিন, সাবেক অতিরিক্ত মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর ও যুগ্ম সম্পাদক (বাপা); অধ্যাপক ডঃ আকতার মাহমুদ, নগরবিদ; জনাব আবু নাসের খান, চেয়ারম্যান, পরিবেশ বাঁচাও আন্দোলন। # কাশেম