দূরবীন নিউজ প্রতিবেদক :
দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোঃ ফিরোজ ইকবালের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
আসামি মোঃ ফিরোজ ইকবাল, প্রাক্তন প্রধান প্রকৌশলী (অবসরপ্রাপ্ত), সড়ক ও জনপথ অধিদপ্তর ঢাকা।
অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ : আসামী মোঃ ফিরোজ ইকবাল ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির আশ্রয়ে বিভিন্ন তফসিলি ব্যাংকের একাউন্টে সন্দেহজনক উৎস থেকে মোটা অংকে অর্থের মালিক হয়েছেন।
অসামঞ্জস্যপূর্ণ তার বেতন ভাতা অপেক্ষা বৃহদংকের অস্বাভাবিক লেনদেনে জমাকৃত ১ কোটি ৫৭ লাখ টাকা অর্জন করেছেন।
আসামি পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় উত্তোলনপূর্বক উহার অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপনে স্থানান্তর/হস্তান্তর/রুপান্তর করতঃ ছদ্মাবরনে নিজ নামে স্থাবর অস্থাবর অংশে গোপনকৃত ৩৩ লাখ ৯৮ হাজার টাকা সহ জ্ঞাত আয় বর্হিভূত বা অপরাধলব্ধ আয় ৬৪ লাখ ৬৭ হাজার ৩৬ টাকার সম্পদ ভোগ দখলে রেখেছেন।
আর এই অপরাধে তার বিরুদ্ধে দুদক আইন’২০০৪ এর ২৬(২),২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২’এর ৪(২)(৩) ধারায় মামলাটি দায়ের করা হয়। #