দূরবীন নিউজ প্রতিবেদক:
নওগাঁর বাদলগাছি থেকে মথুরাপুর সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারপূর্বক রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজশাহী সমন্বিত জেলা কার্যালয় থেকে এ অভিযান পরিচালিত হয়। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি জানান, সরেজমিন অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক টিম। অত্যন্ত নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করে এ সড়ক নির্মাণ করা হয়েছে মর্মে দুদক টিমের নিকট প্রতীয়মান হয়।
এ নির্মাণে উপজেলা প্রকৌশল অফিস এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের অনিয়ম ও দুর্নীতি নিরুপনে বিস্তারিত অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে অভিযানকারী টিম।
একই টিম স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে কৃষিজমি গ্রাস করে অবৈধভাবে ইটভাটা তৈরি করে কৃষিজমি ধ্বংস করার অভিযোগে অপর একটি অভিযান পরিচালনা করেছে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের ডিপিপি প্রকল্পের বাস্তবায়নে ইন রাজাপাড়া রোড হতে সিটিজি রোড পর্যন্ত সড়ক নির্মাণে অভিযোগের প্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লার একটি এনফোর্সমেন্ট টিম প্রকল্পে বাস্তবায়নাধীন রাস্তার কাজ পর্যবেক্ষণ করে।
অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রকল্পের প্রাক্কলন এবং ঠিকাদারকে প্রদানকৃত অর্থ সংক্রান্ত নথি খতিয়ে দেখা হয়। প্রাপ্ত বেশ কিছু অনিয়মের বিষয়ে মেয়রের সাথে আলোচনা করে দুদক টিম।
মেয়র মহোদয় দুদক টিমকে জানান, উল্লিখিত কাজটি টেন্ডার ডকুমেন্ট অনুযায়ী ঠিকাদার কর্তৃক বুঝিয়ে দেওয়ার মেয়াদ জুন ২০২০ পর্যন্ত রয়েছে। এক্ষেত্রে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তিনি এ অনিয়মের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন।
এছাড়াও ঠিকাদারদের বিরুদ্ধে যোগসাজশপূর্বক পানি শোধনাগার প্রকল্পের কাজ শেষ না করে বিল প্রদানের অভিযোগে, যশোরের ঝিকরগাছায় রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে এবং টাঙ্গাইল বিআরটিএ কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগে যথাক্রমে প্রধান কার্যালয়, সমন্বিত জেলা কার্যালয়, যশোর এবং সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইল হতে ৩টি পৃথক অভিযান পরিচালিত হয়েছে। #