দূরবীন নিউজ প্রতিবেদক :
নারী, শিশু ও প্রতিবন্ধীবান্ধব নগর গড়ার লক্ষ্যে এবং নারীর প্রতি সহিংসতা রোধে জাতিসংঘ ঘোষিত ‘সিক্সটিন ডেজ অব অ্যাক্টিভিজমের’ অংশ হিসাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ২৯ নভেম্বর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে বিভিন্ন কর্মসূচি যেমন বিভিন্ন এনজিওর স্টল স্থাপন, আলোচনা, সেমিনার, শিশুদের জন্য খেলাধূলা ইত্যাদির আয়োজন করা হয়েছে।
নোববার (২৬ নভেম্বর) গণমাধ্যমকে ডিএনসিসির গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ উপলক্ষে আগামীকাল ২৬ নভেম্বর বিকাল ৩টায় গুলশানস্থ নগর ভবনে (লেভেল-৮) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মহিলা সংসদ সদস্যবৃন্দ, সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধানগণ উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করার জন্য সকল গণমাধ্যম প্রতিনিধিকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। #