সর্বশেষঃ
র‌্যাক স্পোর্টস ফেস্টিভ্যাল ফুটবলে ৪-০ গোলে বিজয়ী বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন ‘শেখ বশিরের’ বিরুদ্ধে হত্যা মামলা: বাদী নিশ্চিত নয়, উপদেষ্টা সেখ বশির আসামি বিমানবন্দরে অতিথির সম্মান পাবেন প্রবাসীরা: ড. মুহাম্মদ ইউনূস গুলশানে রাস্তা ও ফুটপাতের ২৫০টি অবৈধ দোকান উচ্ছেদ ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে ৫ জন আটক বন্যায় ক্ষতবিক্ষত রায়পুর-লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক , জনভোগান্তি ১২০ টাকায় পুলিশের টিআরসি নিয়োগ: পুলিশ সুপার ফরিদপুর পদ্মাসেতু থেকে শরীয়তপুর  সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবীতে মানববন্ধন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১,৩১,৩৭৬ জন জিপিএ-৫ পেয়েছে ‘সরকারি প্রকল্পে অপচয় রোধে সচেষ্ট থাকতে হবে’
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন

বুয়েটের র‌্যাগিংয়ে অভিযুক্তরা শাস্তি পাচ্ছে

দূরবীন নিউজ প্রতিবেদক:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শাস্তির আওতায় আসছেন র‌্যাগিংয়ে অভিযুক্ত শিক্ষার্থীরা।
অভিযুক্তদের নামের তালিকা জমা দিয়েছে তদন্ত কমিটি। তালিকায় অভিযুক্তদের থেকে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে বুয়েটের বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় শাস্তির বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে বুয়েট প্রশাসন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বুয়েটের প্রশাসন অন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন। বুয়েটের হলে পরপর তিনটি র‌্যাগিংয়ের ঘটনায় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন।

তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রতিকারমূলক কোনো ব্যবস্থাই নেয়া হয়নি। পরে একই ধরণের ঘটনায় হত্যার শিকার হন বুয়েটের শেরেবাংলা হলের ১৭তম ব্যাচের শিক্ষার্থী আবরার ফাহাদ।

আবরার হত্যার ঘটনায় অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা, তাদের ক্যাম্পাস থেকে স্থায়ী বহিষ্কার করাসহ ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানে আট দফা দাবিতে আন্দোলন শুরু করেন বুয়েট শিক্ষার্থীরা। পরে আরো কয়েকটি দাবি যোগ করে দাবি ১০ দফা করা হয়।

অচলাবস্থার মধ্যে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বুয়েট প্রশাসন শিক্ষার্থীদের প্রায় সবক’টি দাবি মেনে নিলে গত ১৩ ও ১৪ অক্টোবর আন্দোলন শিথিল করা হয়। তবে তাদের সব দাবি মেনে না নেয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং ক্লাসে ফিরবেন না বলে জানান।

বুয়েটের ১৬ ব্যাচের একজন শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজের ধীর গতিতে তাদের ক্লাসে ফিরতে দেরি হচ্ছে। তাদের একাডেমিক পরীক্ষা এক মাস আগে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনো হয়নি। তারা চাচ্ছেন তাদের তিন দফা দাবি পূরণ করে বুয়েট প্রশাসন দ্রুত সময়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনুক।

বুয়েট প্রশাসন সূত্রে জানা যায়, আবরার হত্যার ঘটনায় বুয়েটের গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। সেখানে অর্ধশত শিক্ষার্থীর নাম এসেছে। যেখানে চার্জশীটভুক্তদেরও নাম রয়েছে। একইভাবে বিভিন্ন সময়ে র‌্যাগিংয়ে অভিযুক্তদেরও শাস্তির আওতায় আনা হচ্ছে।

অভিযুক্তদের ডিসিপ্লিনারি বোর্ড ৭জন করে কয়েক দফায় ডাকার পর জিজ্ঞাসাবাদ শেষ করবে।

জানতে চাইলে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, প্রতিবেদন পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী অভিযুক্তদের শাস্তি দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের আমরা অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি নির্ধারণ করবো। তিনি জানান, আশা করছি শিক্ষার্থীদের দাবি দ্রুত পূরণ হবে।

এবিষয়ে বুয়েটের ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলামের সাথে যোগযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। পরে তার পিএস মো: কামরুল হাসানের মাধ্যমে তিনি জানান, তারা শিক্ষার্থীদের তিন দফা বাস্তবায়নে কাজ করছেন। শিক্ষার্থীদের কাছ থেকে সময় নেয়া হয়েছে। যতদ্রুত সম্ভব অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করে বুয়েটের পরিবেশ ফিরিয়ে আনবেন।

এর আগে গত ১৪ নভেম্বর বুয়েটের শহীদ মিনারের পাদদেশে আন্দোলনরত শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে জানান, তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না। তাদের দাবিকৃত তিন দফা হচ্ছে- মামলায় অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কার, বিভিন্ন হলে র‌্যাগিংয়ে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা, অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি বিধান নির্ধারণ করে তা প্রকাশ করা।

একই দিন দুপুর ১টার দিকে বুয়েট প্রশাসনের সাথে এক বৈঠকে মিলিত হন শিক্ষার্থীরা। বৈঠকে বুয়েটের ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম দাবিগুলো বিবেচনা করতে তিন সপ্তাহ সময় চান। তখন উপস্থিত ডীনরা দুই সপ্তাহের মধ্যে কাজ শেষ করতে চেষ্টা করবেন বলে জানান।

এরই মধ্যে গত ১৩ নভেম্বর এক মাসের মাথায় আরবার হত্যার ঘটনায় ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশীট দিয়েছে আদালত। তার মধ্যে এজাহারভুক্ত ১৬ জন এবং পাঁচজন এজাহারের বাইরে রয়েছে। মামলায় চার্জশীটভুক্তদের মধ্যে চারজন পলাতক রয়েছেন।

গত ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে নিজের কক্ষ থেকে ডেকে নিয়ে বুয়েটের শাখা ছাত্রলীগের নেতারা নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। পরের দিন তার বাবা বরকতউল্লাহ বাদি হয়ে ১৯ জনের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ৩:৩৬ অপরাহ্ণ
  • ৫:১৫ অপরাহ্ণ
  • ৬:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12