দূরবীন নিউজ প্রতিবেদক :
হঠাৎ বুধবার বিকেলের আগুনে পুড়েছে রাজধানীর টিকাটুলিতে ‘রাজধানী সুপার মার্কেটের দোকানের মালামাল। স্থানীয় লোকজন গণমাধ্যমকে জানিয়েছেন, ২০ নভেম্বর সোয়া ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।মহুর্তের মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে রাজধানী মার্কেট পুড়ে ছাই হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন, ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার পলাশ চন্দ্র। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধা পৌনে ৭টা) আগুন নিয়ন্ত্রণে আসেনি।
জানা যায়, বিকেল ৫টা ১৪ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। এর প্রায় ৭ মিনিট পরেই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের ১৮০ জন কর্মকর্তা-কর্মচারী আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত আছেন।
এছাড়া পুলিশ, র্যাব, আনসার সদস্যরা ও স্বেচ্ছাসেবীরা আগুন নিয়ন্ত্রণের কাজে সহযোগীতা করছেন। #