দূরবীন নিউজ প্রতিবেদক:
আন্তর্জাতিক পুরুষ দিবস ১৯ নভেম্বর। আর এই দিবসটি উপলক্ষে বিশ্বের ৭০টিরও বেশি দেশে নানামূখী কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশের রাজধানীতে শোভাযাত্রা ও বেলুন উড্ডয়ন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশেও আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষ্যে এইড ফর মেন ফাউন্ডেশন জাতীয় প্রেসক্লাবের সামনে ১০ টায় বেলুন উড্ডয়নের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছে। উদ্বোধনের পরে প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশার ৩ শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন। সমাবেশে বক্তারা লিঙ্গ নিরপেক্ষ আইনের দাবী তুলে বলেন, আসুন আমরা লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হই। পরিবার ও সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা করি।
সংহতি প্রকাশ করে সমাবেশে অংশগ্রহণ করেন পরিবার বাঁচাও আন্দোলন, শিরাজী ফাউন্ডেশন, বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি, জাগো বাংলাদেশ শিশু-কিশোর ফাউন্ডেশন, মানবাধিকার জোট ও মানব কল্যাণ পরিষদ।
এরপর বিকাল ৩ টায় এইড পর মেন ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে নারী নির্যাতন আইনের অপপ্রোয়োগ রোধে আমাদের করনীয় শীর্ষক মতবিনিময় সভাঅনুষ্ঠিতহয়।
এইড ফর মেন ফাউন্ডেশনের সভাপতি ড. আব্দুর রাজ্জাক খাঁনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান, বিশেষ অতিথির ব্যক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার হোসাইন,পরিবার বাঁচাও আন্দোলনের সভাপতি ডা: মাহফুজুর রহমান, বরগুনার আলোচিত হত্যাকান্ডের শিকার রিফাত শরীফের বাবা দুলাল শরীফ। #