দূরবীন নিউজ প্রতিবেদক :
অর্থ আত্মসাৎ ও দুর্নীতির পৃথক মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।
সোমবার (১৮ নভেম্বর ) গণমাধ্যমকে এই তথ্য জানান দুদক জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য ।
তিনি জানান.লক্ষীপুর জেলক্ষীপুরজেলার চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া উপ ডাকঘরের সাবকে পোস্টমাস্টার ‘শ্রীবাস চন্দ্র দে’ কে সোমবার দুপুর সাড়ে ১২ টায় নোয়াখালী মাইজদী সুপার র্মাকটে এলাকা থেকে গ্রেফতার করেছে দুদক। তার বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে গত ১৩ মে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ১৮।
আসামি ‘শ্রীবাস চন্দ্র দে’ দত্তপাড়া উপ ডাকঘর চন্দ্রগঞ্জ লক্ষীপুর র্কমরত থাকাকালীন ৫ জন গ্রাহকরে নিকট থেকে ৩০ লাখ ২৭ হাজার টাকা আত্মসাৎ করনে। আর এই মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক সজেকা নোয়াখালীর সহকারী পরিচালক সুবেল আহমেদ আসামিকে গ্রেফতার করেছেন।
জনসংযোগ কর্মকর্তা আরো জানান, এদিকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় চন্দ্রিমা আবাসিক এলাকায় প্লট বরাদ্দে পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে জালিয়াতির মাধ্যমে অবৈধ সুবিধা নিয়ে বরাদ্দ প্রদানের অভিযোগে দায়েরকৃত মামলার আসামি ঐ অফিসের হিসাব রক্ষক মোঃ রুস্তম আলীকে গ্রেফতার করেছে দুদক।
সোমবার বিকেল ৫ টায় রাজশাহীর বনলতা এলাকা থেকে আসামি মোঃ রুস্তম আলীকেগ্রেফতার করেছে দুদকের একটি বিশেষ টিম।
এ টিমের নেতৃত্বে ছিলেন দুদক রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম ও মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক রাজশাহী সজেকার সহকারী পরিচালক মোঃ আল-আমিন। #