নিজস্ব প্রতিবেদক
খুবই নিম্নমানের নিউফার সাস্ গাওয়া ঘি ইনটেক আগোরা লিমিটেড প্রতিষ্ঠানের মালিক মোয়াল্লেম এ চৌধুরী বিক্রয়কারীকে ৪ লাখ টাকা জরিমানা এবং একই পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান নিউফার মাস বাংলাদেশ লিমিটেডের মালিক তামজিদ সিদ্দিক স্পন্দনকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (৬ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে স্থাপিত বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) কায়ছুন্নাহার সুরমা এই আদেশ জারি করেন। মামলার নাম্বার ১৪/ ২০২৫ বিশুদ্ধ খাদ্য আদালত ঢাকা আদালত নং ৩ ।
এরআগে মামলার শুনানি গ্রহণ করেন। আদালতের আদেশ জারির সাথে সাথে উভয় আসামি তাৎক্ষণিক জরিমানার মোট ১২ লাখ টাকা পরিশোধ করেন । মামলা দায়ের করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-২ ও ৪ এর কর্মরত নিরাপদ খাদ্য পরিদর্শক ও প্রসিকিউটিং অফিসার নার্গিস আক্তার ।
# একে