দূরবীণ নিউজ প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের অবসরপ্রাপ্ত মিউনিসিপ্যাল বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও গতকাল বুধবার (২০ আগস্ট) শেষনিশ্বাস ত্যাগ করেছেন। বিচারকাজের নানা আইনি মারপ্যাঁচের মধ্যেও দয়া আর মানবিকতা দেখিয়ে কোটি কোটি মানুষের হৃদয় কেড়েছিলেন তিনি।
ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর বয়স হয়েছিল ৮৮ বছর। ক্যাপ্রিওর মৃত্যুর খবর তাঁর অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে জানানো হয়। বলা হয়, প্যানক্রিয়াটিক (অগ্ন্যাশয়) ক্যানসারের সঙ্গে দীর্ঘ ও সাহসী লড়াই শেষে তিনি শান্তিতে মারা গেছেন।
ক্যাপ্রিও এমন এক বিচারক ছিলেন, যিনি শুধু আইন প্রয়োগ করতেন না; বরং সহানুভূতির সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেন। তিনি সাধারণত যেসব মামলা দেখতেন, সেগুলো অনেক সময় ছোটখাটো নিয়ম লঙ্ঘন বা ট্রাফিক–সংক্রান্ত হতো। কিন্তু সেসব মামলাতেও মানুষের ব্যথা, সমস্যা ও পরিস্থিতি বোঝার চেষ্টা করতেন ক্যাপ্রিও।
ক্যাপ্রিও তাঁর আদালতকক্ষকে এমন এক স্থান হিসেবে বর্ণনা করতেন; যেখানে মামলাগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করার পাশাপাশি বিচারের মুখোমুখি হওয়া মানুষও সহমর্মিতা পেয়ে থাকেন। বিচারকালে টিকিট (জরিমানার টিকিট) বাতিল করে দেওয়ার জন্যও পরিচিত ছিলেন তিনি।
#