দূরবীণ নিউজ প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জুলাই অভ্যুত্থান চলাকালে ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে একটি পদ ফাঁকা রেখেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (২০ আগস্ট) অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে ২৭ সদস্যের প্যানেল ঘোষণা করেন ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান।এতে গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদকের পদটি খালি রাখে সংগঠনটি। ওই পদে লড়াই করার জন্য আগেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তন্বী।
গত বছরের ১৫ জুলাই বিকেলে ছাত্রলীগের হামলায় আহত হন তন্বী। তার রক্তে মাখা, আতঙ্কভরা মুখটির ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং তা চলমান আন্দোলনে অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
#